TOP 5: ভারতীয় ক্রিকেটের এই ৫ তরুণ নক্ষত্র যারা ভবিষ্যতে করবে প্রত্যাশা পূরণ !! 1

প্রিয়ান্স আর্যা

Ipl 2025
Priyansh Arya | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের অভিষেক মৌসুমে ঝড় তোলা প্রিয়ান্স আর্যা (Priyans Arya)। অভিষেক ম্যাচে ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেই সবার নজর কাড়েন তিনি। শুরু থেকেই আগ্রাসী খেলার ক্ষমতা থাকায় প্রতিপক্ষ সবসময় ব্যাকফুটে থাকে। পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা তাঁকে করে তুলেছে দলের অন্যতম সম্পদ। এমনকি শোনা যাচ্ছে, তাঁর নাম Asia Cup স্কোয়াড–এর তালিকাতেও ভেসে উঠতে পারে। এবারের আইপিএলে তিনি, ২৭.৯৪ স্ট্রাইক রেটে ১৭ ম্যাচে ৪৭৫ রান বানিয়েছেন প্রিয়ান্স। সাথে, একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *