ভারতীয় ক্রিকেট বরাবরই তরুণ প্রতিভার ভান্ডার। দলের তারকা ক্রিকেটারদের সঙ্গে তাল মিলিয়ে আবার সিনিয়র খেলোয়াড়দের সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন ভারতের তরুণ প্রজন্ম। প্রতি মৌসুমেই ঘরোয়া ক্রিকেটে কিংবা আইপিএলের মঞ্চ থেকে নতুন নতুন মুখ উঠে আসে, যারা ভবিষ্যতের মেরুদণ্ড হয়ে ওঠে জাতীয় দলে। ঠিক তেমনই এবারের আইপিএলে (IPL 2025) কয়েকজন তরুণ ক্রিকেটার নিজেদের প্রদর্শন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচকদের চোখে ইতিমধ্যেই তাঁরা জায়গা করে নিয়েছেন ‘ভবিষ্যতের তারকা’ হিসেবে। সেই পাঁচ প্রতিশ্রুতিশীল মুখ নিম্নলিখিত-
তিলক ভার্মা

এই তালিকায় শীর্ষে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটার তিলক ভার্মা (Tilak Varma)। তিনি আবারও প্রমাণ করেছেন তাঁর ধারাবাহিকতা। ভারতীয় টি-টোয়েন্টি দলের তিনি নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। শান্ত মস্তিষ্কের খেলোয়াড় তিনি, সাথে রান বানানোর দিক থেকেও তিনি বেশ ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে থাকেন। এই মৌসুমে আইপিএলেও ধারা বজায় রেখেছিলেন তিলক। তিলক এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৩১.১৮ গড়ে এবং ১৩৮.৩১ স্ট্রাইক রেটে ৩৪৩ রান বানিয়েছেন। আইপিএলে খেলার আগে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাতে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রদর্শন বেশ ভালোই ছিল। তিনি এশিয়া কাপ দলে জায়গা বানিয়ে নিতে প্রস্তুত।