৪. অ্যান্ড্রু ফ্লিনটপ
ক্রিকেট মাঠে মদ্যপান করে নেমে এই খেলাটিকে কলঙ্কিত করার তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটপ। ফ্লিনটপকে ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় গুনতি করা হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০০ এর বেশি রান আর সেই সঙ্গে ৪০০ এর বেশি উইকেট নেওয়া ফ্লিনটপ যে খেলা থেকে সাফল্য পেয়েছেন সেই খেলাটিকেই করেছিলেন কলঙ্কিত।
২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজকে নিজের প্রদর্শনে স্মরণীয় করে তুলেছিলেন ফ্লিনটপ। জাতীয় দলে ফ্রেডি নামে পরিচিত এই তারকা অলরাউন্ডার নিজের ব্যাড বয় ইমেজের কারণে সমালোচিতও হতেন। এই তারকা ক্রিকেটার একটি টক শো চলাকালীন নিজেই স্বীকার করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার জনপ্রিয় সেঞ্চুরি তিনি মদ্যপ অবস্থায় করেছিলেন। যে কারণে তিনি দারুণভাবে সমালোচিত হয়েছিলেন।