সলমন বাট
পাকিস্তান দলের ওপেনিং ব্যাটসম্যান সলমন বাটও ২০১০-১১র ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ফেঁসে গিয়েছিলেন। যার পর তাকে কিছু সময় জেলেও কাটাতে হয় আর তাকে পিসিবি পাঁচ বছরের ব্যানও করেছিল, যা এখন শেষ হয়ে গিয়েছে। বর্তমানে তিনি পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলছেন। কিন্তু তার এখনো পাকিস্তানের জাতীয় দলে ফেরার আশা রয়েছে। যে ইংল্যাণ্ড সফরে এই খেলোয়াড় ফিক্সিংয়ে যুক্ত ছিলেন সেই সফরে তিনি পাকিস্তানের অধিনায়কও ছিলেন। ওই ফিক্সিংয়ে ফাঁসার কারণেই তাকে নিজের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছিল। সেই সঙ্গে তার বদনামও হয়। এই খেলোয়াড়ের সঙ্গে মহম্মদ আমির মহম্মদ আসিফও ফিক্সিংয়ে দোষী ছিলেন।