আজ আমরা আপনাদের সেই তারকা অধিনায়কদের ব্যাপারে জানাব, যারা ক্রিকেট দুনিয়ায় এক রাতেই নিজের দেশ এবং বিশ্বের কাছে হিরো থেকে ভিলেন হয়ে গিয়েছিলেন। আপনাদের জানিয়ে দিই যে বেশকিছু এমন অধিনায়ক রয়েছেন যারা এক সময় নিজেদের দেশের হিরো ছিলেন, কিন্তু নিজের ভুল কাজের কারণে এই অধিনায়করা হিরো থেকে ভিলেন হয়ে যান। আজ আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে সেই ৫জন অধিনায়কের ব্যাপারেই জানাব, যারা নিজেদের লজ্জাজনক আচরণের কারণে নেতৃত্ব হারিয়েছিলেন।
সাকিব আল হাসান
প্রায় ৬ মাস আগে বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবং টি-২০ আর টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফিক্সিংয়ের এক পুরোনো মামলায় ২ বছরের জন্য আইসিসি সাসপেন্ড করে দিয়েছিল। সাকিবের উপর অভিযোগ ছিল যে তার সঙ্গে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর জিম্বাবোয়ের বিরুদ্ধে জানুয়ারিতে খেলা হওয়া ত্রিকোণীয় সিরিজ ২০১৮ আর আইপিএল ২০১৮ চলাকালীন বুকিরা যোগাযোগ করেছিল, কিন্তু তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে এই ব্যাপারে অবগত করাননি। বুকিদের খবর আইসিসিকে না দেওয়ার কারণে তাকে সাসপেন্ডও করা হয়, আর তার নেতৃত্বও চলে যায়। বর্তমানে বাংলাদেশ মোমিনুল হককে টেস্ট অধিনায়ক করেছে অন্যদিকে মাহমুদুল্লাহকে টি-২০ অধিনায়ক করেছে।