টি-২০ বিশ্বকাপের ঠিক আগেই আইপিএল প্রতিযোগিতা রয়েছে
ভারতীয় ক্রিকেটারদের কাছে এই t20 বিশ্বকাপের আগে নিজেদের পুরোপুরি তৈরি করার জন্য তারা আইপিএল এর বড়ো মঞ্চ পাবে যাতে করে তারা পুরোপুরি নিজেদের পারফর্মেন্সকে ঝালিয়ে নিতে সক্ষম হন। তাই ভারতীয় দলের এই বছর t20 বিশ্বকাপ জেতার এটাও একটি বড়ো কারণ।