World Cup 2023: বিশ্বকাপের এই ৪টি রেকর্ড, যা এইবছর ভাঙ্গা শুধুমাত্র সময়ের অপেক্ষা !! 1

World Cup 2023: একজন তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করার পর সর্বদা চেষ্টা করতে করতে থাকে যাতে করে তিনি নিজের দেশের হয়ে বিশ্বকাপের মতো বড়ো মঞ্চে সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক মঞ্চে ঠিকে থাকার জন্য একজন তরুণ ক্রিকেটারকে যেমন প্রথম শ্রেণীর ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স করে দেখাতে হয় ঠিক তেমনি তার পাশাপাশি তাকে নিজের ফিটনেসের দিকেও সমানভাবে নজর রাখতে হয় যাতে করে তিনি বড়ো মঞ্চে বেশি ম্যাচ খেলার ধকল নিতে পারেন।

ক্রিকেট ইতিহাসে আমরা এমন ক্রিকেটারদের দেখেছি যারা আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করার খুব অল্প সময় পরেই নিজের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন। পাশাপাশি এমন ক্রিকেটদেরকেও দেখা গেছে যারা খুব অল্প সময়ে ক্রিকেট কেরিয়ার শুরু করার পরেও বহু বছর নিজের দেশের হয়ে ক্রিকেট পরিষেবা চালিয়ে গেছেন এবং একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন।

রেকর্ড যেমন তৈরি হয় ঠিক সেই ভাবে রেকর্ড ভাঙতেও আমরা বহুবার বহু ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। এই বছর অর্থাৎ ২০২৩ এ শুরু হতে চলেছে ক্রিকেটের এক মহাযোগ্যের আসর এবং সেটা হলো একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ। এই বছর বিশ্বকাপের আসর ভারতের মাটিতে শুরু হতে চলেছে যা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বিশ্বজুড়ে সমস্ত ক্রিকেট ফ্যানদের মনে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে।

২০১১ সালে এই ভারতের মাটিতেই অনুষ্ঠিত একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে এম এস ধোনির নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়লাভ করেছিল। এই বছরেও তাই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকেই সব থেকে ফেভারিট মনে করা হচ্ছে কিন্তু এর পাশাপাশি ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল তারাও যোগদান করতে আসতে চলেছে।

তাই এই বছরের প্রতিযোগিতা যে বেশ রোমাঞ্চিত হতে চলেছে সে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। আমরা এখানে এমন ৪টি রেকর্ড নিয়ে আলোচনা করবো যা এই বছরের বিশ্বকাপের মঞ্চে ভাঙতে পারে বলে মনে করা যাচ্ছে।

রোহিত শর্মা VS সচিন টেন্ডুলকার এর রেকর্ড:

Rohit Sharma
Rohit Sharma

এই তালিকায় সর্বপ্রথম নামটি হলো বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নাম। ডানহাতি এই ওপেনার ব্যাটসম্যান নিজের ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে হিটম্যান নামে সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তিনি হলেন ক্রিকেট বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি সর্বাধিক দ্বি শতরানের মালিক। বিশ্বকাপের মঞ্চে এখনো অবধি সর্বাধিক ছয় মারার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল দখলে যিনি ৪৯টি ছয় মেরেছেন।

ঠিক তেমনি ভারতীয় ক্রিকেটে এই রেকর্ড রয়েছে দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলির দখলে যারা যথাক্রমে ২৭ এবং ২৯টি ছয় মেরে রেকর্ড বইতে নিজেদের নাম লিখিয়েছেন। রোহিত শর্মা এখনো অব্ধি ২টি বিশ্বকাপ খেলে ২৩টি ছয় মেরেছেন। তাই মনে করা যাচ্ছে এই বছরের বিশ্বকাপে তিনি আরো ছয় মেরে এই দুই ভারতীয় ব্যাটসম্যানের রেকর্ড অনায়াসে ভাঙতে পারেন বলেই মনে করা যাচ্ছে।

মোহাম্মদ শামি VS জাভাগল শ্রীনাথ এবং জাহির খানের রেকর্ড:

Mohammad Shami

তালিকায় দ্বিতীয় নামটি হলো বর্তমান ভারতীয় দলের তথা আধুনিক ক্রিকেট বিশ্বের সেরা ফাস্ট বোলারদের অন্যতম একটি নাম মোহাম্মদ শামির (Mohammad Shami)। ডানহাতি এই ফাস্ট বোলার নতুন এবং পুরানো দুই ধরণের বলেই সুইং করতে ওস্তাদ। শামি ২০১৫ বিশ্বকাপে ১৭টি উইকেট নিয়ে চতুর্থ বোলার হিসাবে সর্বাধিক উইকেট শিকারির মালিক ছিলেন। প্রাক্তন দুই ভারতীয় ফাস্ট বোলার শ্রীনাথ এবং জাহির খান বিশ্বকাপের মঞ্চে ৪৪টি উইকেট নিয়ে রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন।

অপরদিকে শামি এখনো অব্ধি বিশ্বকাপের মঞ্চে ৩১টি উইকেট শিকার করেছেন। তাই আশা করা যাচ্ছে এই বছরের বিশ্বকাপের মঞ্চে তিনি আরো বেশি উইকেট নিয়ে প্রাক্তন দুই ভারতীয় কিংবদন্তির রেকর্ড ভাঙতে চলেছেন।

মিচেল স্টার্ক VS গ্লেন মেগ্র্যাথকে:

Mitchel Starc

তালিকায় তৃতীয় নামটি হলো মিচেল স্টার্ক (Mitchel Starc) এর। বাঁহাতি এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার নিজের অসাধারণ সুইং বোলিং এবং গতিময় ফাস্ট বোলিংয়ের জন্য বিখ্যাত। বর্তমান বিশ্বের প্রায় সমস্ত ব্যাটসম্যানের কাছে তার বোলিং রীতিমতো বিভীষিকার মতো হয়ে উঠেছে। ক্রিকেট বিশ্বকাপে এখনো অব্ধি সর্বাধিক উইকেট শিকারির মালিক হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন মেগ্রাথ যিনি ৭১টি উইকেট নিয়ে রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন।

স্টার্ক এখনো অব্ধি বিশ্বকাপের মঞ্চে ৪৯টি উইকেট শিকার করেছেন এবং এটাই মনে করা যাচ্ছে তার পারফর্মেন্স অনুযায়ী তিনি হয়তো এই বছর মেগ্র্যাথকে ছুঁয়ে ফেলতে পারেন।

গ্লেন ম্যাক্সওয়েল VS রিকি পন্টিং এর রেকর্ড:

Glenn Maxwell

তালিকায় সর্বশেষ নামটি হলো গ্লেন মেক্সওয়েল (Glenn Maxwell) এর। ডানহাতি এই অলরাউন্ডার তার বিধংসী ব্যাটিং এবং চোখ ধাঁধানো ফিল্ডিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। তিনি এখনো অব্ধি ২১টি ছয় মেরেছেন বিশ্বকাপের মঞ্চে। তাই এই বছর বিশ্বকাপে তিনি যদি আর মাত্র কয়েকটি ছয় মারতে পারেন তাহলে তিনি হবেন অস্ট্রেলিয়া দলের একমাত্র ব্যাটসম্যান যিনি বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক ছয় মেরে রেকর্ড বইতে জায়গা করে নেবেন এবং তিনি পেছনে দেবেন হেডেন,পন্টিংয়ের মতো তারকা ক্রিকেটারদেরকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *