৩) করণ ভিরাদিয়া
করণ ভিরাদিয়া হলেন আর একজন ভারতীয় অনুর্ধ ১৯ ক্রিকেটার যিনি এই বছর USA দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। সুরাট নিবাসী এই ভরতীয় ক্রিকেটার কোনো ঘরোয়া ক্রিকেট না খেলেই ভারতীয় অনুর্ধ ১৯ দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে তার এই বয়স পাল্টানোর অভিযোগে তিনি শাস্তি পেয়েছিলেন। করণ হলেন একজন ডানহাতি ব্যাটসম্যান যিনি ডানহাতি অফস্পিন বলার হিসাবেও পরিচিত।