KL Rahul on getting dropped from world cup team after a good performance
Team India | Twitter

পঙ্কজ সিং

৪ জন ভারতীয় ক্রিকেটার যারা ১টি মাত্র একদিবসীয় ম্যাচ খেলার পর আর কোনোদিন দলের হয়ে সুযোগ পাননি !! 1

১৯৮৫সালে উত্তেরপ্রদেশের সুলতানপুরে জন্মগ্রহণ করে পঙ্কজ সিং। এই ফাস্ট বোলার ২০১০সালে ভারতীয় দলের হয়ে শ্রীলংকার বিরুদ্ধে একদিবসীয় ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এই ম্যাচের পর তিনি আর কোনোদিন ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি বলেই জানা গেছে। সেই ম্যাচে এই ফাস্ট বোলার ৪২টি বল করে ৪৫রান দিয়েছিলেন।

Read More: IND vs PAK: এশিয়া কাপের আগে ইতিহাসের পুনরাবৃত্তি, বোল আউটে পাককে ৩-০ ব্যবধানে হারালো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *