পঙ্কজ সিং
১৯৮৫সালে উত্তেরপ্রদেশের সুলতানপুরে জন্মগ্রহণ করে পঙ্কজ সিং। এই ফাস্ট বোলার ২০১০সালে ভারতীয় দলের হয়ে শ্রীলংকার বিরুদ্ধে একদিবসীয় ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এই ম্যাচের পর তিনি আর কোনোদিন ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি বলেই জানা গেছে। সেই ম্যাচে এই ফাস্ট বোলার ৪২টি বল করে ৪৫রান দিয়েছিলেন।
Read More: IND vs PAK: এশিয়া কাপের আগে ইতিহাসের পুনরাবৃত্তি, বোল আউটে পাককে ৩-০ ব্যবধানে হারালো টিম ইন্ডিয়া !!