দ্রুততম হাফসেঞ্চুরি (কেএল রাহুল – ১৪ বল)
সকলেই জানেন যে রোহিত শর্মা একজন ওপেনার হিসেবে মাঠে এসেই প্রথম বল থেকে মারতে শুরু করে দেন। টিম ইন্ডিয়ার হয়ে যত সহজে রোহিত ছক্কা মারেন তা আর কোনো ভারতীয় ব্যাটসম্যানই করতে পারেন না। এই সক্ষমতার কারণে রোহিত আইপিএলে কেএল রাহুল দ্বারা করা ১৪ বলে হাফসেঞ্চুরির রেকর্ডও ভানগতে পারেন। যা রাহুল ২০১৮য় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিলেন। আপনাদের জানিয়ে দিই যে রোহিত আইপিএলে এখনো পর্যন্ত ৩৬টি হাফসেঞ্চুরি করেছেন।