এবি ডেভিলিয়র্স

ক্রিকেট জগতের সবচেয়ে অদ্ভুত খেলোয়াড়ের কথা বলা হলে দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়র্সকেই মানা হতে পারে। এবি ডেভিলিয়র্স যতই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিন কিন্তু তার বিস্ফোরন এখনো বজায় রয়েছে, যা আলাদা আলাদা টি-২০ ক্রিকেট লীগে দেখা যায়। এবি ডেভিলিয়র্স এভাবে গত কয়েক বছর ধরে আইপিএলে আরসিবি দলের রয়েছে এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও। এবি ডেভিলিয়র্সকে ছাড়া আরসিবি দলের কল্পনাও করা যায় না। কারণ আরসিবিতে যদি অধিনায়ক কোহলির পর কেউ সবচেয়ে বড়ো ম্যাচ উইনার হয় তো তিনি হলেন মিস্টার ৩৬০ ডিগ্রি। এবি ডেভিলিয়র্স নিজেই জানেন যে তার উপর তার দল আর সমর্থকদের কতটা আশা রয়েছে। এই অবস্থায় যদি আরসিবিকে প্রথমবার চ্যাম্পিয়ন হতে হয় তো এবি ডেভিলিয়র্সকে খেলতে হবে, আর এবি এই টুর্নামেন্টে চললেই তাদের জয়ও সহজ হয়ে যাবে।