জিতেশ শর্মা
এই তালিকায় সর্বশেষ নামটি হলো তরুণ উঠতি ক্রিকেটার জিতেশ শর্মার (Jitesh Sharma)। ডানহাতি এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ভারতীয় ঘরয়া ক্রিকেটে বিদর্ভ দলের খেলে থাকেন এবং এই বছর আইপিএল এর মঞ্চে তিনি পাঞ্জাব কিংস দলের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। ঘরয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএল এর মঞ্চেও তার পারফর্মেন্স সবার নজর কেড়েছে বলেই মনে করা যায়। ডানহাতি এই ব্যাটসম্যান উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ। তাই মনে করা যাচ্ছে ঋষভ পান্থের পরিবর্তে ভারতীয় জাতীয় নির্বাচক মন্ডলী তরুণ এই ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিতে পারেন।