ঈশান কিষান
বর্তমান ভারতীয় দলে তরুণ উঠতি প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন ঈশান কিষান (Ishan Kishan)। বাঁহাতি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিষেক ম্যাচেই অর্ধ শতরান করে নজির গড়েছেন। এছাড়াও তরুণ এই উইকেটকিপার দলের প্রয়োজনে যেকোনো জায়গাতে ব্যাট করতে সক্ষম। আইপিএল এর মঞ্চে ব্যাট হাতে তার ঝোড়ো ইনিংস এবং উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্ষিপ্রতার সাথে বল ধরা সমগ্র বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। ভারতীয় টীম ম্যানেজমেন্ট তরুণ এই প্রতিভাকে দলের সাথে রাখলেও তাকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হচ্ছে না বলেই মনে করা যায়। তাই ঋষভ পান্থের এই খারাপ পারফর্মেন্সের পরে এটা মনে করা যাচ্ছে ঈশান কিষান হয়তো তার জায়গাতে দলে ধারাবাহিক ভাবে জায়গা করে নিতে চলেছেন।