আজ শুরু হতে চলেছে আইপিএল ২০২৫’এর নিলাম (IPL 2025 Auction)। নিলামের মঞ্চে দশ ফ্রাঞ্চাইজিকে আগামী ৩ বছরের জন্য নতুন স্কোয়াড গঠন করতে দেখা যাবে। আসন্ন নিলামে চর্চায় থাকবে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সফল দল হলো কলকাতা নাইট রাইডার্স। গতবার ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অধীনে তৃতীয় খেতাব জয় করেছিল। তবে নিলামের আগেই ক্যাপ্টেনকে ছাড়তে হয়েছে KKR দলকে। অন্যদিকে, নাইট রাইডার্স দল রিঙ্কু সিংকে ১৩ কোটি, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনদের ১২ কোটি টাকা করে দিয়ে রিটেন করেছে এবং দুই আনক্যাপড প্লেয়ার হিসাবে ৪ কোটি টাকা দিয়ে হার্ষিত রানা ও রমনদীপ সিংকে রিটেন করেছে। তবে আসন্ন নিলামের মঞ্চে কলকাতার নজরে রয়েছেন তিন জন তরুণ ভারতীয় খেলোয়াড়, যাদেরকে নিলামের মঞ্চে মালামাল করবে KKR ফ্রাঞ্চাইজি।
অর্জুন তেন্ডুলকর
তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। আসন্ন আইপিএলের জন্য KKR’এর টার্গেট তালিকায় রয়েছেন অর্জুন। তিনি তার আইপিএল ক্যারিয়ার শুরুর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে এসেছেন। সর্বদা দলের থেকে সমর্থন পেয়েছেন তিনি। ৩০ লক্ষ টাকার ভিত্তি মূল্যে অর্জুনকে নিলামের মঞ্চে দেখতে পাওয়া যাবে। সদ্য ঘরোয়া ক্রিকেটে বেশ দারুন ছন্দে রয়েছেন অর্জুন। রঞ্জি ট্রফিতে ক্যারিয়ারে প্রথম বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলায় ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তারকা পেসার। তার এই পারফরমেন্সের পর কলকাতা নাইট রাইডার্স দলে তাকে শামিল হতে দেখা যাবে। আইপিএলের মঞ্চে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অর্জুন ৫টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ওভার পিছু ৯.৩৭ রান করে রান দিয়েছেন এবং ৩ টি উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতে ৯ বলে ১৩ রান বানাতে সক্ষম হয়েছিলেন অর্জুন।
Read More: IPL 2025: KKR বা পাঞ্জাব নয়, ৩০ কোটি টাকার বিনিময়ে ঋষভ পন্থ নাম লেখাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে !!
অংশুল কম্বোজ
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হরিয়ানার অংশুল কম্বোজ। গত বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তিনি ৩ ম্যাচে ২উইকেট নিতে সক্ষম ছিলেন। ১৪০-এর বেশি গতি রয়েছে কম্বোজের কাছে, পাশাপাশি তিনি ঘরোয়া ক্রিকেটে চলতি সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। রঞ্জির ট্রফির ম্যাচে হরিয়ানার হয়ে কেরালার মতন প্রথম শ্রেণীর দলের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন। ৪৯ রান খরচ করে তিনি ১০ উইকেট তুলে নিয়ে নতুন ইতিহাস তৈরী করেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স দলে একজন ভারতীয় পেসারকে সামিল করতে চাইছে যাতে ইডেনের গতিময় উইকেটে তিনি কার্যকরী হয়ে ওঠেন। অংশুল মাত্র ২৩ বছর বয়সী তাই সে লম্বা সময়ের খেলোয়াড় হয়ে উঠতে পারেন।
আয়ুশ বাদোনি
গৌতম গাম্ভীরের বেশ পছন্দের খেলোয়াড় হলেন আয়ুশ বাদানি (Ayush Badoni)। গম্ভীর তাকে লখনৌ দলে সুযোগ বানিয়ে দিয়েছিলেন। তরুণ খেলোয়াড় কয়েকদিন আগেই ভারতীয় এ- দলের হয়ে ৪ ম্যাচে ১৫২.৩৮ স্ট্রাইক রেটে ৯৬ রান বানিয়েছিলেন। পাশাপশি, এবছর শুরু হওয়া দিল্লি প্রিমিয়ার লিগে তিনি ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। ব্যাট হাতে ৫৫ বলের ইনিংসে তিনি ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ৮টি চার ও ১৯টি ছক্কা শামিল ছিল। নাইট রাইডার্স দলের প্রয়োজন মিডিল অর্ডার ব্যাটসম্যানের আর এই তারকা ক্রিকেটার হতে পারেন দলের মিডিল অর্ডারের যোগ্য ব্যাটসম্যান। আয়ুশ আইপিএলের মঞ্চে আয়ুশ ৪২ ম্যাচে ২৪.৩৮ গড়ে এবং ১৩৪.০৪ স্ট্রাইক রেটে ৬৩৪ রান বানিয়েছেন।