Top 3 Cricketers: রোহিত-বিরাটদের বয়স বাড়ার সাথে সাথে দলে তরুণ প্রতিবাদের সুযোগ দিতে দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট কে। যেকারণে ২০২৩ সালে ভারতীয় ওডিআই দলে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন শুভমান গিল। আগামীদিনে দলে জায়গা বানিয়ে নেবেন যশস্বী জয়সওয়াল। তারা দুজনে যেভাবে ক্রিকেট খেলছেন তাতে আগামী দিনে বেশ বড় বড় কীর্তিমান রচনা করতে চলেছেন দুজনেই। আগামীদিনেও বেশ কয়েক তরুণ প্লেয়ারদের এই তালিকায় সামিল হতে দেখা দিতে পারে, ২০২৩ সালে এমন ৩ তরুণ প্লেয়ার রয়েছেন যারা হয়ে উঠেছেন জ্বলন্ত অগ্নিপিন্ডের মতন।
আরও পড়ুন | জায়গা নেই কোহলি-রোহিতের, দুই মহারথীকে বাইরে রেখেই ঘোষিত হলো টেস্ট দল !!
রিঙ্কু সিং

তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh), যদিও এই নামটি শীর্ষস্থানেই থাকার যোগ্য। বছরের শুরু থেকে ঘরোয়া লিগে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন রিঙ্কু যেকারোনেই জাতীয় দলেও ডাক পেয়ে গেলেন রিঙ্কু। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিটোয়েন্টি ফরম্যাটে অভিষেক করেছিলেন রিঙ্কু তবে তার আন্তর্জাতিক স্তরে অভিষেক করার পিছনে রয়েছে তার আইপিএলে দেখানো প্রদর্শন , গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতাকে জিততে গেলে জখন শেষ ওভারে প্রয়োজন ছিল ২৮ রানের ঠিক তখনই জ্বলে ওঠেন রিঙ্কু। ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে বিশ্বকে নিজের পরিচয় দেন। ইতিমধ্যে ওডিআই ফরম্যাটেও সুযোগ পেয়েছেন রিঙ্কু , ২ ওডিআই ম্যাচে ২৭.৫ গড়ে ৫৫ রান করেছেন তিনি তবে ১২ ম্যাচে ৬৫.৫০ গড়ে ১৮০ স্ট্রাইক রেটে ২৬২ রান করেছেন। আসন্ন দিনেও রিঙ্কুর থেকে এমন পারফর্মেন্সের আশায় থাকবে ভারতীয় সমর্থকরা।
তিলক ভার্মা

তালিকায় দ্বিতীয় স্থানে সুযোগ করে নিয়েছেন তিলক ভার্মা, ঘরোয়া লিগে ৫০ এর বেশি গড়ে ব্যাটিং করতে দেখা যাচ্ছে তিলককে। ২০২২ মেগা নিলামে তিলককে সুযোগ দিয়ে তার ক্যারিয়ারের বেশ পরিবর্তন ঘটাতে সাহায্য করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। বছরের মাঝামাঝি সময়ে অভিজ্ঞ প্লেয়ারদের অনুপস্থিতিতে উইন্ডিজদের বিরুদ্ধে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন তিলক। অভিষেক সিরিজে দারুন পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবছর আইপিএলে মুম্বই দলের হয়ে ১১ ম্যাচে ৪২.৮৮ গড়ে ও ১৬৪.১১ স্ট্রাইক রেটে ৩৪৩ রান বানিয়েছেন। অন্যদিকে ভারতের জার্সিতে ১৫ ওডিআই ম্যাচে ৩৪.৪ গড়ে ও ১৪১ স্ট্রাইক রেটে ৩১০ রান বানিয়েছেন। আগামী দিনেও তার থেকে এমন পারফরমেন্সের আশায় থাকবে ভারতীয় সমর্থককরা।
অর্ষদীপ সিং

২০২২ এশিয়া কাপের পর নিজেকে বেশ প্রমান করেছেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। বিশেষ করে ২০২৩ সালে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিছুদিন আগেই সমাপ্ত হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের সাদা বলের ফরম্যাটে দাপিয়ে বোলিং করেছেন তিনি এমনকি ওডিআই ফরম্যাটে সেরা হয়েছেন তিনি। ওডিআই ফরম্যাটে ২০২২ সালে উইকেটের মুখ দেখেননি অর্ষদীপ তবে ২০২৩ সালে ৩ ম্যাচেই নিয়েছেন ১০ উইকেট। ২০২৩ সালে T20 আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২১ ম্যাচে বোলিং করেছেন তিনি এবং নিয়েছেন ২৬ উইকেট। অন্যদিকে তার আইপিএলে প্রদর্শন ছিল চমৎকার ১৪ ম্যাচে ১৭ উইকেট পান তিনি এবং তার ইকোনমি ছিল ৯.৭০। আসন্ন দিনেও তার থেকে ভালো প্রদর্শন দেখার আশায় থাকবে টিম ইন্ডিয়ার ভক্তরা।