Rishabh Pant
DUBAI, UNITED ARAB EMIRATES - OCTOBER 31: Rishabh Pant of India warms up prior to the ICC Men's T20 World Cup match between India and NZ at Dubai International Stadium on October 31, 2021 in Dubai, United Arab Emirates. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ঈশান কিষান

Asia Cup 2022: ৩ জন জন বিধ্বংসী উইকেটকিপার ব্যাটসম্যান যারা আসন্ন্য এশিয়া কাপে ঋষভ পান্থকে দল থেকে ছিটকে দিতে পারে !! 1

 

বর্তমান ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন ঈশান কিষান। ঝাড়খণ্ডের এই তরুণ বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান আইপিএল এর মঞ্চে বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলে সবার নজর কেড়েছেন এবং এর পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করে তিনি তার অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সের উদাহরণ দেখিয়েছেন। ঈশান কিষান যেমন বিধংসী ব্যাটিং করতে সক্ষম ঠিক তেমনি উইকেটকিপিংয়েও সমান ভাবে পারদর্শী। তাই এটা বলা যেতেপারে যদি ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে তরুণ এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে যুক্ত করেন তাহলে নিশ্চিত ভাবে ঋষভ পান্থ দল থেকে বাদ পড়তে চলেছেন।

Also Read: IND vs WI: টিম ইন্ডিয়ার ভিলেন হয়ে উঠেছেন বড় নায়ক, ম্যাচ জিতে বাঁচালেন নিজের কেরিয়ার !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *