৩. যশ ধুল –
ভারতীয় অনুর্ধ ১৯ দলের অধিনায়ক যশ ধুল (Yash Dhull), ভারতীয় দলকে অনুর্ধ ১৯ বিশ্বকাপ জিতিয়েছেন এই যুব তারকা, এবছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ৮ ম্যাচে ৩৬৩ রান করেছেন, এই ট্রফিতে সর্বাধিক রান করলেন তিনি, গতবছর আইপিএলে দিল্লি দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন, যদিও মাঠে নামার সুযোগ মেলেনি এই যুব ব্যাটসম্যানের, প্রতিভাবান এই প্লেয়ার আগামী সিজিনে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে তাকে, আগামী সিজিনে তিনি হতে পারেন এমার্জিং প্লেয়ার।