রোহিত শর্মা ও শিখর ধাওয়ান
এই তালিকায় আরও দুটি বড় নাম অবশ্যই রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যানের নাম আসলে এই দুজনের নামই উচ্চারিত হবে। একটা সময় রোহিত ও শিখরের ওপেনিং জুটির ওপর ভর করে প্রচুর ম্যাচ জিতিয়েছেন এই দু’জন। শিখর-রোহিতের বাঁ-হাতি ও ডান হাতি কম্বিনেশন এক সময়ে ভারতের ওপেনিংয়ে প্রথম পছন্দ ছিল। তবে সময় যত গড়িয়েছে, ততই পরিস্থিতি পাল্টে গিয়েছে। এই মুহুর্তে রোহিত শর্মা এখন টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং শিখর ধাওয়ান চলে গিয়েছেন টিম ইন্ডিয়ার বাইরে। কিছুদিন আগেও ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন শিখর। তবে এখন তার কেরিয়ার শেষই বলা যেতে পারে। এই কারণেই এখন দু’জনের মধ্যে শত্রুতার দানা বেঁধে গিয়েছে।