Team India

Team India: ক্রিকেটের মাঠে খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা বেশ মজার। এই খেলার মাধ্যমে দু’জন অজানা কিংবা অচেনা ক্রিকেটারকে কাছাকাছি নিয়ে চলে আসে। এর পিছনে বড় কারণ হল খেলোয়াড়দের ড্রেসিংরুম ভাগাভাগি করা, একসঙ্গে বিদেশ সফরে যাওয়া এবং একসঙ্গে মাঠে খেলার মাধ্যমে এই সম্পর্কটা তৈরি হয়ে যায়। বছরের পর বছর একসাথে খেলা খেলোয়াড়দের মধ্যে গভীর বন্ধুত্বের বন্ধন তৈরি করে। তবে মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখা যায়। অর্থাৎ যে খেলোয়াড়রা একসময় খুব ভালো বন্ধু হিসেবে পরিচিত ছিল তারা হঠাৎ শত্রু হয়ে যায়। যদিও মাঠে তারা তাদের নিজেদের সেরাটা দিয়ে অন্য দলকে পরাজিত করার চেষ্টা করে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর, একই দলের খেলোয়াড়দের একে অপরের সাথে মজা করতে দেখা যায়। তবে এমন অনেক ভারতীয় খেলোয়াড়ও রয়েছেন যারা আগে সেরা বন্ধু ছিলেন কিন্তু পরে তাদের বন্ধুত্ব শেষ হয়ে গেছে এবং যেন তারা একে অপরের শত্রু হয়ে উঠেছেন। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন তিনজন রয়েছেন।

যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব

ক্যারিয়ারের শুরুতে পরম বন্ধু ছিলেন এই ৩ জোড়া ক্রিকেটার, ক্রিকেটীয় আঙিনায় এখন হয়েছেন চরম শত্রু !! 1

ভারতীয় দলের দুই তারকা স্পিনারের কথা বলা হলে অবশ্যই এই তালিকায় ওপরের দিকে থাকবে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের নাম। কোন সন্দেহ নেই এই দু’জনকেই ম্যাচ উইনারের তকমা দেওয়া যায়। যে কোন সময় যে কোন ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে দু’জনেরই। তবে পরিস্থিতি এখন এমনই তৈরি হয়েছে যে ইউজি ও কুলদীপ একে অপরের শত্রু হয়ে উঠেছেন। আসলে ঘটনা হল, টিম ইন্ডিয়ার যা কম্বিনেশন তাতে এই দু’জনকে এক সঙ্গে দলে রাখাটা বেশ কষ্টকর হয়ে ওঠে টিম ম্যানেজমেন্টের জন্য। এমন নয় যে তারা দু’জন একসঙ্গে খেলেননি। তবে সেটা নিছকই পরীক্ষা নিরীক্ষার জন্য। ফলে প্রথম একাদশে জায়গা করে নিতে মুখোমুখি লড়াইয়ে নামতে হচ্ছে দু’জনকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *