মহারাজা ট্রফিতে ঘটলো বিরল ঘটনা, তিন-তিনটি সুপার ওভারের পরেই হলো ম্যাচের ফয়সালা !! 1

কর্ণাটক প্রিমিয়ার লিগে (KSCA) ঘটলো অদ্ভুত ঘটনা। একই ম্যাচে দেখা গেল তিন তিনটি সুপার ওভার। আজ কর্নাটক প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত হওয়া ১৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মনিশ পান্ডে ও মায়াঙ্ক আগারওয়ালের দল। দুটি ইনিংস মিলিয়ে ৪০ ওভারেও খেলার ফয়সালা হয়নি। টাই রূপে সমাপ্ত হয় ম্যাচটি, এরপর টি-টোয়েন্টি ফরমেটের নিয়ম অনুযায়ী সুপার ওভারে গড়ায় খেলা। তবে প্রথম সুপার ওভারও টাই রূপে সমাপ্ত হয়। এমনকি দ্বিতীয় সুপার ওভারেও টাই ভাঙা যায়নি। তাতেই বাধ্য হয়ে তৃতীয় সুপার ওভারে ম্যাচ গড়ায়।

সেখানেই মণিশ পাণ্ডের দল হুবলি টাইগার্স অবশেষে জয় ছিনিয়ে নেয়। হুবলির অলরাউন্ডার মনভথ কুমার ছিলেন আজকের ম্যাচ ও সুপার ওভারের হিরো, সুপার ওভারে ব্যাট ও বল হাতে দুর্দান্ত প্রদর্শন দেখান তিনি। ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে মনিশ পান্ডের হুবলি টাইগার্স ১৬৪ রান বানায়। দলের হয়ে ক্যাপ্টেন পান্ডে সর্বাধিক ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। ওপেনিং করতে আসা মহম্মদ তাহা ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে বল হাতে বেঙ্গালুরু ব্লাস্টার্সের লভিশ কৌশল দুর্দান্ত পারফরমেন্স দেখান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।

Read More: “বড় ভুল হয়েছে গুরু…” MS ধোনিকে নিজের একাদশ থেকে বাদ দেওয়ায় আফসোস করলেন দীনেশ কার্তিক, সকলের কাছে চাইলেন ক্ষমা !!

তৃতীয় সুপার ওভার পরেই আসলো জয়

Ksca

রান তাড়া করতে এসে বেঙ্গালুরু ব্লাস্টার্স দল ব্যাটিং করতে নেমে ১৬৪’ রান বানাতে সক্ষম হয়। দলের হয়ে সর্বাধিক ৩৪ বলে ৫৪ রানের ইনিংসটি খেলেন মায়াঙ্ক আগরওয়াল। অন্যদিকে হুবলি টাইগার্সের হয়ে দুরন্ত বোলিং করেন মনভথ কুমার, তিনি ৩২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার জন্য বেঙ্গালুরু ব্লাস্টার্স দল প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০ রান বানায় এবং সেই ১০ রান তাড়া করতে গিয়ে ১০ রান তুলতেই সক্ষম হয় পান্ডের টাইগার্স।

দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে হুবলি টাইগার্স দল ৮ রান বানায় এবং জবাবে ব্যাটিং করতে এসে বেঙ্গালুরু ব্লাস্টার্সও ৮ রান বানাতে সক্ষম হয়েছিল। এরপর তৃতীয় সুপার ওভারে খেলার ফয়সালা হয়। তৃতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ব্লাস্টার্স ১ উইকেটে ১২ রান বানায় এবং সেই রান তাড়া করতে এসে শেষ বলে ৪ হাঁকিয়ে দলের হয়ে জয় সুনিশ্চিত করেন মনভথ কুমার।

Read Also: IPL 2025: লক্ষ্ণৌ-রাহুল সম্পর্কে ভাঙন, আগামী মরসুমে নেতৃত্ব সামলাবেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *