বিনু মাঁকড় এবং পঙ্কজ রায়
ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসের সব থেকে বড়ো পার্টনারশিপের রেকর্ড আছে এদের দখলে। ১৯৫৬ সালে চেন্নাই এর ময়দানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের করা ৪১৩ রানের ওপেনিং পার্টনারশিপের সুবাদে ভারতীয় দল নিউজিল্যান্ডের সামনে এক বিরাট রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল এবং যার জবাবে নিউজিল্যান্ড দল তাদের দুটি ইনিংস ব্যাট করেও সেই রান তুলতে সক্ষম হয়নি এবং ভারতীয় দল খুব সহজেই সেই টেস্ট ম্যাচে জয় লাভ করেছিল। সেই টেস্ট ম্যাচে বিনু মাঁকড় ২৩১ রান এবং পঙ্কজ রায় ১৭৩ রানের একটি অনবদ্য ইনিংস ভারতীয় দলকে উপহার দিয়েছিলেন। তাদের তৈরি সেই ওপেনিং পার্টনারশিপের রেকর্ড আজ অটুট রয়েছে।