৩ কারণ কেনো রোহিত শর্মার জন্য ছিল ২০২৩ ছিল অশুভ !! 1

Rohit Sharma: সমাপ্ত হয়েছে ২০২৩, পুরানো বছরের সূচনাটা ভালো হলেও শেষটা মনের মতন হয়নি টিম ইন্ডিয়ার। ২০২৩ সালেই ছিল গ্র্যান্ড টুর্নামেন্ট, অনুষ্ঠিত হয়েছিল ওডিআই বিশ্বকাপ। একটানা ১০ ম্যাচ জিতে মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েই বিশ্বকাপ খোয়াতে হয়েছিল ভারতীয় দলকে। তবে ক্যাপ্টেন হিসাবে রোহিত আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপেও পরাজিত হয়েছে। তবে ২০২৩ সাল রোহিত শর্মার জন্য ছিল অশুভ, এই ৩ টি কারণ দিচ্ছে প্রমান…

Read More | Rohit Sharma: পিছিয়ে পড়লেন রোহিত-গেইল, ছক্কা হাঁকানোর নয়া রেকর্ড সংযুক্ত আরব আমিরশাহীর এই তারকার !!

মূল প্লেয়ারদের চোট

Jasprit bumrah, rohit sharma
Jasprit Bumrah | Image: Getty Images

২০২২ সাল থেকেই রোহিতের নেতৃত্বে প্লেয়ারদের বেশি চোট পেতে গিয়েছিল। ২০২২ বিশ্বকাপের সময় জসপ্রীত বুমরাহকে চোটের কারণে ভারতীয় দল পায়নি, এরপর আইপিএলে বুমরাহ ও অর্চসর জুটকেও পাননি ক্যাপ্টেন রোহিত। WTC চলাকালীন টিম ইন্ডিয়ার মূল মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) দলে পাননি রোহিত। এমনকি বিশ্বকাপ চলাকালীন দলের প্রমুখ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টুর্নামেন্টের মাঝেই চোট পান এবং বিশ্বকাপ থেকে ছিটকে যায়। আর এগুলোর ফলেই মুম্বই ইন্ডিয়ান্স গত দুই সিজিনে ট্রফির থেকে দূরে ছিল, এবারের WTC ফাইনালেও পরাস্ত হতে হয় এবং বিশ্বকাপ ফাইনালে পরাজিত হতে হয় তিন ইন্ডিয়াকে।

আগ্রাসী মনোভাব

Rohit sharma,
Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা ২০২৩ সালে আগ্রাসী মনোভাব নিয়েই খেলে এসেছেন। তিনি ওডিআই ফরম্যাটে বিশেষ করে পাওয়ার প্লের ব্যাবহার করতে চেয়েছিলেন এবং প্রথম ১০ ওভারেই দলের হয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে বলকে পুরানো করার প্রচেষ্টায় থাকতেন রোহিত (Rohit Sharma) এবং এই আগ্রাসী মনোভাব ভারতের থেকে বিশ্বকাপকে ছিনিয়ে নিলো। মূলত পুরো বিশ্বকাপ জুড়েই রোহিত দুরন্ত ব্যাটিং করেছিলেন, প্রতি ম্যাচের প্রথম ওভার থেকেই দুরন্ত সূচনা দিচ্ছিলেন রোহিত। তবে মেগা ফাইনালে তার এই আগ্রাসী মনোভাব ভারতের কাল হয়ে দাঁড়াবে তা ভাবতে পারেননি কেউ। পাওয়ার প্লের শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে সামনে দেখে ২ টি বড় শট খেলার পর আবার যখন বড় শট খেলার চেষ্টা করেন তখন নিজের উইকেট হারান রোহিত। রোহিত আউট হতেই রান আসা বন্ধ হয়র যায় ভারতের। রোহিত টিকে থাকলে তার হাতেই উঠতে পারতো বিশ্বকাপ ট্রফি।

ক্যাপ্টেনসি হারানো

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

আইপিএলের অন্যতম সফল অধিনায়ক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমএস ধোনি (MS Dhoni) এবং রোহিত হলেন এমন দুই ক্যাপ্টেন যারা ৫ বার করে আইপিএলের শিরোপা জিতেছেন। তবুও মুম্বই ম্যানেজমেন্টের থেকে যোগ্য সম্মান পেলেন না রোহিত। গত নভেম্বরে আইপিএল ফ্রাঞ্চাইজি গুলি তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া প্লেয়ারদের নাম প্রকাশ করে, তখনই হার্দিক পান্ডিয়াকে অল ক্যাশ ডিলে মুম্বই গুজরাট থেকে ট্রেড করে নেয়। হার্দিক (Hardik Pandya) দলে ফিরতেই মুম্বই ম্যানেজমেন্ট নিয়ে ফেললো বড় সিদ্ধান্ত। রোহিতের পরিবর্তে মুম্বই দলের ক্যাপ্টেন বানানো হলো হার্দিক পান্ডিয়াকে। যদিও এই সিদ্ধান্ত মানতে পারেননি অনেক মুম্বই ইন্ডিয়ান্স ভক্তই, নিমেষের মধ্যেই ১৫ লক্ষ ফলোয়ার হারিয়ে ফেলে মুম্বই।

আরও পড়ুন | কেকেআরের চিন্তা বাড়ালেন আফগান তারকা মুজিব উর রহমান, টি-২০ ক্রিকেট থেকে হলেন ব্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *