৩) প্রয়োজন অনুযায়ী খাপ খাইয়ে নেওয়া-

কেএল রাহুল (KL Rahul) সাধারণত ওপেনার হিসেবে পরিচিত হলেও ভারতীয় ওডিআই দলের হয়ে প্রয়োজনে তিনি ৪ বা ৫ নম্বরেও ব্যাটিং করে সফলতা পেয়েছেন। এই তারকা ব্যাটসম্যান দলের প্রয়োজনে নিচের দিকে ব্যাট করতে নেমে খাপ খাইয়ে নিতে পারেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) মিডল অর্ডারে দলের অন্যতম ভরসা হিসেবে ৫ ম্যাচে ১৪০ রান সংগ্রহ করেছিলেন।
অন্যদিকে চাপের মুখে দাঁড়িয়ে একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আবার প্রয়োজনে স্ট্রাইক রেট বাড়িয়ে বিধ্বংসী ব্যাটিং করতেও পারেন রাহুল। ফলে তার মতো ব্যাটসম্যান এশিয়া কাপেও (Asia Cup 2025) দলের সমস্যার মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে সফলতা এনে দিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।