সানরাইজার্স হায়দ্রাবাদকে একতরফা ভাবে পরাস্ত করে ২০২৪ সালের আইপিএল শিরোপা জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে, মেগা নিলামের কারণে এবারের আইপিএলের মঞ্চ থেকে বেশ কয়েকজন খেলোয়াড়কে কলকাতা নাইট রাইডার্স দলে দেখতে পাওয়া যাবে। নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানানো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) যেমন দেখতে পাওয়া যাবে না, ঠিক তেমনই ফিলিপ সল্ট (Philip Salt), মিচেল স্টার্ক (Mitchell Starc) ও নীতিশ রানাদের (Nitish Rana) দেখতে পাওয়া যাবে না। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিততে পারবে না।
অধিনায়কত্বে গলদ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানাতে মস্ত বড় ভূমিকা গ্রহণ করেছিলেন শ্রেয়াস আইআর (Shreyas Iyer)। তবে মেগা নিলাম এর আগে চ্যাম্পিয়ন বানানো কলকাতাকেই ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়াস। বর্তমানে তাকে পাঞ্জাব কিংস দলকে অধিনায়কত্ব করতে দেখা যাবে। যে কারণে এবারের আইপিএলে নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামের মঞ্চ থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে সামিল করা মুম্বাইয়ের অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) আসন্ন আইপিএলের দায়িত্ব দিয়েছে কলকাতা টিম ম্যানেজমেন্ট।
Read More: ৬, ৬, ২, ৬, ৬…শাহীন শাহ আফ্রিদি’কে নিয়ে ছেলেখেলা টিম সিফার্টের, মুখ থুবড়ে পড়লো পাকিস্তান !!
তবে এবারের আইপিএলে রাহানের প্রদর্শনের উপরে রয়েছে সংশয়! ক্যাপ্টেন হিসেবে আগেও আইপিএলের মঞ্চে রাজস্তাহ রয়্যালস ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব প্রদান করেছিলেন তিনি। তবে সফলভাবে দলকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। চলতি সময়ে ঘরোয়া ক্রিকেটে তার অধিনায়কত্বের রেকর্ড বেশ ভালো, তবে আইপিএলের মঞ্চ হলো আরো প্রতিযোগিতা পূর্ণ। হঠাৎ করেই রাহানের মতন একজন খেলোয়াড়কে দায়িত্ব দেওয়াতে সমস্যায় পড়তে পারে নাইট রাইডার্স।
মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে মিডিল অর্ডার ব্যাটসম্যানের বেশ অভাব বোধ করা যাবে। গত কয়েক মৌসুম ধরে শ্রেয়াস আইআর (Shreyas Iyer) এবং নীতিশ রানা (Nitish Rana) কলকাতা দলের মিডিল ওর্ডারে দুর্দান্ত ভূমিকা পালন করে এসেছেন। এবারের আইপিএলে দুই খেলোয়াড়কেই অন্য দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। যে কারণে মিডিল অর্ডারের ভূমিকা পালন করতে দেখা যাবে নতুন খেলোয়াড়দের। যার ফলে সমস্যার মুখোমুখি হতে হবে ফ্রাঞ্চাইজিকে। যেহেতু গত মৌসুমে সুনীল নারায়ন (Sunil Narine) এবং ফিলিপ সল্ট (Philip Salt) এর মধ্যে বেশিরভাগ ম্যাচেই ওপেনিং পার্টনারশিপ লক্ষ্য করা গিয়েছিল, সে কারণে মিডেল অডার ব্যাটসম্যানদের অতটাও প্রয়োজন বোধ হয়নি।
তবে এবারের আইপিএলে ফিলিপ সল্টকে ছাড়াই খেলতে হবে KKR-কে। যে কারণে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপরে গুরু দায়িত্ব থাকবে। কলকাতা দলের হয়ে মিডল্ডারে ব্যাটিং করতে দেখতে পাওয়া যেতে পারে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) যিনি আইপিএলের মঞ্চে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবেই বেশি সাফল্য পেয়েছেন। তাছাড়া বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সদ্য চোটের থেকে ফিরেছেন। তিনি কতটা সফল হবে সে বিষয়ে মাথাচাড়া দিয়ে উঠছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের।
পরিপক্ক পেসারের অভাব

কলকাতা নাইট রাইডার্স গত মৌসুমে একটি দুর্দান্ত স্কোয়াড বানিয়েছিল। তবে এই মৌসুমে রীতিমতন নতুন মুখদের নিয়েই নামতে হবে ফ্রাঞ্চাইজিকে। বিশেষ করে দলের পেস আক্রমণ একেবারেই নতুন। গতবারের আইপিএলে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রথম কয়েকটি ম্যাচে তাকে ছন্দে না দেখা গেলেও নকআউট পর্যায়ের ম্যাচে স্টার্ক ছিলেন দলের সর্বেসর্বা। এবারের আইপিএলে স্টার্ককে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলতে দেখা যাবে। যার ফলে কলকাতা দলের নতুন পেসারের উপরেই ভরসা দেখাতে হবে।
গত মৌসুমের মতনই এই মৌসুমে বৈভব আরোরা (Vaibhav Arora) এবং হার্ষিত রানাকে (Harshit Rana) দেখতে পাওয়া যাবে। তবে তাদেরকে পথ দেখানোর মতন পেসার নাইট শিবির জোগাড় করতে পারেনি। নিলামের মঞ্চ থেকে এনরিখ নোকিয়া (Anrich Nortje) এবং স্পেন্সার জনসনকে (Spencer Johnson) কিনেছে দল, তবে আইপিএলের মঞ্চে এই দুই পেসার সেভাবে সফল হয়ে উঠতে পারেননি। বিশেষ করে, ডেথ ওভারের জন্য বোলার নির্বাচনে সমস্যায় পড়তে হবে নাইট রাইডার্সকে।