বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে একজন হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় অধিনায়ক দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে কাম ব্যাক করেছেন, যদিও ফিরে এসে প্রথম দুই ম্যাচেই খাতা না খুলেই ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে। তবে তৃতীয় ম্যাচে দেখালেন কেনো তিনি বিশ্ব ক্রিকেটের হিটম্যান ! বারবার নিজেকে প্রমাণ দিয়েছেন রোহিত। গত বিশ্বকাপে যখন সবাই রোহিতকে প্রথম ম্যাচে অজিদের বিরুদ্ধে ০ রান বানাতে নানান কটাক্ষ করেছিলেন ঠিক তখনই আবার ফুটে উঠেছিলেন রোহিত। এর আগেও রোহিত বারবার প্রমান করেছেন তার নিজস্ব ক্ষমতা, এই ৩ কারণে রোহিত বিশ্ব ক্রিকেটের হিটম্যান।
ম্যাচের রং বদলে দেওয়া মুহূর্ত
রোহিত শর্মা বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় সিক্স হিটারদের মধ্যে একজন। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি প্রমাণ দিয়েছেন কেন তিনি বিশ্ব ক্রিকেটের হিটম্যান। ভারতীয় দলের ব্যাটসম্যানরা তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করতে এসে একেবারেই মুখ থুবড়ে পড়েন। যদিও একদিকে টিকে ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে রিংকুর সঙ্গে তাল বেঁধে কম ঝুঁকি নিয়ে টিমের রানের খাতা বাড়িয়ে যাচ্ছিলেন রোহিত।
সুযোগ পেতেই তিনি তার হিটম্যান রূপ ধারণ করেন এবং বোলারদের মাঠের প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই ছক্কা হাঁকাতে শুরু করে দেন। ২২ রানে ৪ উইকেট হারানোর পর রিঙ্কুর সাথে ১৯০ রানের পার্টনারশিপ গড়েন তিনি, এবং আফগানদের বিরুদ্ধে শেষ ৫ ওভারে ১০৩ রান সংগ্রহ করে। শুধু এই প্রথম বারের জন্য নয় এর আগেও রোহিত দলের হয়ে এমন গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচের রং বদলে দিয়েছেন।
রিপ্লেস করার মতন প্লেয়ার নেই
রোহিত সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান, ১০ হাজারের বেশি রান বানিয়েছেন রোহিত তার ওডিআই ক্যারিয়ারে। পাশাপশি ৩ ডবল সেঞ্চুরিও হাঁকিয়েছেন রোহিত, একাধিক মাইলফলক স্পর্শ করেছেন রোহিত তবে তাকে রিপ্লেস করার মতন প্লেয়ার এখনও হয়নি তৈরি। বর্তমানে শিখর ধাওয়ানের জায়গায় সুযোগ পেয়ে নিজেই জায়গা পাকা করে ফেলেছেন শুভমান গিল (Shubman Gill)। তবে, রোহিতের পরিবর্তন হিসাবে এখনও তৈরি হয়নি কোনো প্লেয়ার। রোহিতের অনুপস্থিতিতে ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad), ঈশান কিষানকে (Ishan Kishan) সুযোগ দেওয়া হয়েছিল তবে তারা তুলনামূলক ভাবে হয়েছিলেন ব্যার্থ।
ওয়ানডে ক্রিকেটের সেরা ইনিংস এখনও অক্ষত
ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত এই ফরম্যাটে ব্যাটিং করতে খুবই ভালোবাসেন, ৩১ বার শতরান হাঁকিয়ে ফেলেছেন রোহিত এবং দলের হয়ে বেশ কয়েকটি বড় বড় ইনিংসও খেলেছেন তিনি। ইতিমধ্যেই তিনটি ডাবল সেঞ্চুরি হাকিয়েছেন রোহিত যা এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যানের পক্ষে ভাঙা সক্ষম হয়নি। যদিও গত ২ বছরে ৩ জনের ব্যাট থেকে দ্বিশতরান দেখা গিয়েছে। তবুও রোহিত শর্মার খেলা ইনিংসটি এখনো পর্যন্ত অক্ষত, পাশাপাশি তিনি ওডিআই ফরমাটে যে ছন্দে বর্তমানে ব্যাটিং করছেন তাতে অন্য কোন ওপেনিং ব্যাটসম্যান তার ধারে কাছে নেই। গত বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান এসেছিল তার ব্যাট থেকেই, ৫৯৮ রান বানিয়েছিলেন তিনি তাও ১০০’র বেশি স্ট্রাইক রেটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা ২৬৪ রানের ইনিংস এখনও অক্ষত রয়েছে, প্রায় ১০ বছর হয়ে গিয়েছে রেকর্ডটি এবং এটি এখনও অক্ষত রয়েছে।