IPL 2025: ২০০৮ সালে আইপিএলের প্রথম বর্ষে শিরোপা জয় করেছিল রাজস্থান রয়্যালস (RR)। তারপর ২০২২ সালের মেগা ফাইনালে আবার পৌঁছেছিল রাজস্থান। কিন্তু হার্দিকের গুজরাতের সামনে পরাজয় স্বীকার করতে হয়েছিল রাজস্থানকে। আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে চলেছে। এবারের রাজস্থানের দল তুলনামূলক দুর্বল, স্টার প্লেয়ারদের রিটেন না করার সিদ্ধান্তে পস্তাতে হবে ফ্রাঞ্চাইজিকে। শুধু তাই নয়, এই ৩টি কারণের জন্য আইপিএল জেতা হবে না রাজস্থানের।
পরিকাঠামো নষ্ট

মেগা নিলামের আগে কিউই তারকা ট্রেন্ট বোল্ট (Trent Boult), ইংলিশ তারকা জস বাটলার (Jos Buttler), আইপিএলের সবথেকে সফল বোলার জুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) মতন তারকাদের রিটেন না করে বড় ভুল করেছে রাজস্থান ফ্রাঞ্চাইজি। গত কয়েকটি মৌসুম জুড়ে এই চারটি নাম রাজস্থানের জয়ের মূল ভিত্তি ছিল। তবে, নিলামের আগে চারজনকে ছেড়ে দিয়ে মস্ত বড় ভুল করেছে রাজস্থান। চারজনকে বাদ দেওয়ার পর রাজস্থানের শক্তির অভাব ঘটেছে। বর্তমান রাজস্থান স্কোয়াডের সঙ্গে বিচার করতে গেলে ব্যাটিংয়ে চরিত্রের অভাব রয়েছে এবং বেঞ্চ স্ট্রেংথ খুবই দুর্বল। একইভাবে, সুযোগ পাওয়া বোলাররাও সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তারপর খেলোয়াড়দের ছাড়া মাঠে নামার সিদ্ধান্ত নিছক ভুল একটি সিদ্ধান্ত।
Read More: IPL 2025: রাহানের নেতৃত্বে একাদশে অনিশ্চিত ভেঙ্কটেশ আইয়ারের জায়গা, মরসুম শুরুর আগেই শুরু গুঞ্জন !!
Read More: IPL 2025: রাহানের নেতৃত্বে একাদশে অনিশ্চিত ভেঙ্কটেশ আইয়ারের জায়গা, মরসুম শুরুর আগেই শুরু গুঞ্জন !!
পরিপক্ক ব্যাটসম্যানের অভাব

উইন্ডিজ তারকা শিমরন হেটমায়ার ছাড়া, রাজস্থান দলের কোনো বিদেশি ব্যাটসম্যান নেই। নিলামের আগেই বাটলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে পস্তাতে হবে ফ্রাঞ্চাইজিকে। এবারে রাজস্থানের ব্যাটিংয়ের কথা বলতে গেলে, ফ্রাঞ্চাইজিকে হেটমায়ারের পাশাপাশি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), সঞ্জু স্যামসন (Sanju Samson), ধ্রুব জুরেল (Dhruv Jurel), নীতিশ রানা (Nitish Rana) এবং রিয়ান পরাগের (Riyan Parag) মতো খেলোয়াড়দের ঘিরে। প্রথমত, সঞ্জু তাঁর ছন্দ হারিয়েছেন, দ্বিতীয়ত জয়সওয়াল লম্বা সময় ধরে সাদা বলের ফরম্যাটে খেলেননি, তাছাড়া, গত বার ছন্দ দেখানো রিয়ান পরাগ সদ্য চোটের থেকে উঠে এসেছেন। পাশাপশি, ব্যাক আপের ক্ষেত্রে রাজস্থানের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী ট্রেন্ডিংয়ে থাকলেও আন্তর্জাতিক স্তরের বোলারদের বিরুদ্ধে তিনি চাপ সামলাতে পারবেন কিনা সে বিষয়ে রয়েছে জল্পনা। তাছাড়া দলে বিশ্বমানের কোনো ব্যাটসম্যান নেই বললেই চলে।
দলে দৃশ্যমান অলরাউন্ডারের অভাব

নিলামের মঞ্চে পেস আক্রমণ এবং স্পিন আক্রমণ কিনতে মোটা টাকা খরচ করেছিলেন রাজস্থান রয়্যালস দলের ম্যানেজমেন্ট। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ জিততে গেলে দৃশ্যমান অলরাউন্ডারদের প্রয়োজন তা হয়তো সেদিন ভুলে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়রা (Rahul Dravid)। রাজস্থান রয়্যালস দলের কাছে তেমন পরিপক্ক কোন অলরাউন্ডার নেই। প্রথমত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে রিয়ান পরাগকে (Riyan Parag)। তবে ব্যাট হাতে তিনি প্রদর্শন করার ক্ষমতা রাখলেও বল হাতে তিনি সফল হবেন না। দলে একমাত্র অলরাউন্ডার হিসেবে শ্রীলংকার ওয়ানেন্দু হাসারাঙ্গাকে দেখতে পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে এই ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিন বোলার তিনি, দেশ-বিদেশ জুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বারান তিনি। তবে ব্যাট হাতে তিনি কতটা সক্ষম হবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। বল হাতে সফল হলেও আইপিএলের মঞ্চে ব্যাট হাতে ১৪ ইনিংসে বানিয়েছেন মাত্র ৭২ রান। এই লিগে তার গড় কেবলমাত্র ৭.২০ এবং তার স্ট্রাইক রেট ৯৮.৬৩, তা তাকে একজন অলরাউন্ডার প্রমান করে না।