হার্দিক পান্ডিয়ার ফর্ম Team India-কে দিয়েছে স্বস্তি
ভারতীয় দলের হয়ে গত বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অবশ্যই খেলেছিলেন, কিন্তু সেই সময় তিনি সম্পূর্ণ ফিট ছিলেন না যার ফল ভারতকে এই টুর্নামেন্টে ভুগতে হয়। তবে আইপিএল ২০২২ এর পর যবে থেকে তিনি ভারতীয় দলে ফিরেছেন,তারপর থেকে তাকে পুরনো ছন্দেই দেখা যাচ্ছে। হার্দিক ভারতীয় দলের হয়ে না শুধু ব্যাট হাতে রান করছেন, বরং বল হাতেও দলের হয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিচ্ছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ২টি ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন, আর একটি ম্যাচে ৪ উইকেট সহ মোট ৫টি উইকেট নিয়েছেন। টি-২০ বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরা ভারতীয় শিবিরের জন্য যথেষ্ট স্বস্তির খবর। এতে না শুধু ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বাড়বে বরং বোলিংয়েও দলের কাছে এক অতিরিক্ত বিকল্প তৈরি হবে।