২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। এই মরশুমে টিম ইন্ডিয়া একাধিক সিরিজ ও বহু মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে দেখা যাবে। এশিয়া কাপ (Asia Cup 2023), বিশ্বকাপ (WC 2023) হলো এবছরের বড় ম্যাচ গুলির মধ্যে একটি। আর দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স’এর উপর নজর থাকবে ভক্তদের। ২০২৩ সালে শেষবারের জন্য আইসিসির ট্রফি নিজেদের নামে করেছিল টিম ইন্ডিয়া। এরপর ট্রফির কাছাকাছি আসলেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। অধিনায়ক, দল পরিবর্তন করেও ট্রফি জয় সম্ভব হয়নি টিম ইন্ডিয়ার। আগামী অক্টোবর থেকে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে টিম ইন্ডিয়া চাইবে তাদের জয় নিশ্চিত করতে। তবে, ভারতীয় দলে যে যে খামতি গুলো রয়েছে সেগুলিকে মেটাতে হবে নাহলে বিশ্বকাপ জেতা সহজ হবে না। তবে, তিন ক্রিকেটার যাঁরা বিশ্বকাপের আগে আচমকাই জায়গা করে নেবেন টিম ইন্ডিয়াতে যার দৌলতে এবার ঘরের মাঠেই আসতে চলেছে বিশ্বকাপ।
Read More: “সহজে ধরা দিই না…” ইন্সটাগ্রাম রিলে মহম্মদ শামির দিকে তীর হাসিন জাহানের !!
১. অজিঙ্কা রাহানে

এই তালিকায় প্রথন স্থানে রয়েছেন ভারতীয় দলের নির্ভরশীল টেস্ট ব্যাটসম্যান ও বর্তমান ভারতীয় দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলের আনাচে কানাচে ছিলেন না রাহানে। ২০২২-এর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টের পরে অজিঙ্কা রাহানে জাতীয় দল থেকে বাদ পড়েন। মুম্বই দলের হয়ে অধিনায়কত্ব করে বেশ দুর্দান্ত পারফর্ম দেখান রঞ্জি ট্রফিতে, তারপর চেন্নাই দলের হয়ে কাঁপিয়েছেন মঞ্চ।
নিজেকে প্রমাণ করেছেন আবার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) সর্বাধিক রান এসেছিল রাহানের ব্যাট থেকেই। বর্তমানে বেশ দারুন ফর্মে রয়েছেন রাহানে। আবার, জাতীয় দলের ওডিআই দলে খেলতে পারেন রাহানে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্বে শেষবার ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন রাহানে। আবার তার কাছে সুযোগ রয়েছে জাতীয় দলে কামব্যাক করার। এই ফরম্যাটে ৯০ ম্যাচে ৩৫.২৬ গড়ে ২৯৬২ রান করেছেন পাশাপাশি ৩ বার শতরান ও ২৪ টি অর্ধশতরান করেছেন।
২. মোহিত শর্মা

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এমএস ধোনির (MS Dhoni) শিষ্য মোহিত শর্মা (Mohit Sharma)। ভারতীয় দলের এই মিডিয়াম পেসার একসময় ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন। দীর্ঘ সময় পরে আইপিএলে ফিরে এসে তিনি বুঝিয়ে দিলেন কিভাবে কামব্যাক করতে হয়। ২০১৫ সালেও বিশ্বকাপ খেলেছিলেন মোহিত, তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন। পাশাপাশি, এবছর আইপিএলে ২৭ উইকেট নেওয়া মোহিত শর্মাও জাতীয় দলে ফিরতে পারেন। আসলে, ভারতের মাটিতে বোলিং করার অভিজ্ঞতা রয়েছে মোহিতের। বেশ অসাধারণ পারফরমেন্স করেছেন মোহিত। আইপিএলে অসাধারণ ফর্মে থাকার জন্য জাতীয় দলে পেতে পারেন সুযোগ।
৩. শিবম দুবে

ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার হলেন শিবম দুবে (Shivam Dube)। ঘরোয়া ক্রিকেট ও আইপিএল দলের হয়ে বেশ ভালো পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু, ফর্মের ঘাটতি আর হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পারফরমেন্সের পর ভারতীয় দলে সুযোগ পাওয়া হয়নি দুবের। তবে, তিনি একজন অসাধারণ অলরাউন্ডার সেবিষয়ে নেই কোনো সন্ধেও। এবছর আইপিএলে তিনি আবার নিজেকে মেলে ধরেছেন।
এবছর এম এস ধোনির (MS Dhoni) নেতৃত্বে দলের মিডিল অর্ডার সামলেছেন দুবে। যেকারণে হারানো ফর্ম খুঁজে পেয়েছেন তিনি। যদিও তিনি এশিয়ান গেমসের জন্য জাতীয় দলে পেয়েছেন সুযোগ। তার ফর্মের উপর নির্ভর করে রয়েছে ইন্ডিয়া দলে সুযোগ পাওয়া। টিম ইন্ডিয়ার হয়ে মাত্র একটি ওডিআই ম্যাচ খেলেছেন দুবে, ৯ রান বানিয়েছিলেন ওই ম্যাচে। তবে, বর্তমানে তার পারফরমেন্স জাতীয় দলে ঢোকার রাস্তা বানিয়ে দেবে।