তিন ব্যাটসম্যান যারা ভাঙা হাত নিয়েও ব্যাট করেও গোটা বিশ্বের কুর্নিশ আদায় করে নিয়েছেন !! 1

তামিম ইকবাল

তিন ব্যাটসম্যান যারা ভাঙা হাত নিয়েও ব্যাট করেও গোটা বিশ্বের কুর্নিশ আদায় করে নিয়েছেন !! 2

২০১৮ সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে তামিম ইকবাল খেলেন ৪টি বল এবং রান করেন ২। কিন্তু তাতেই ক্রিকেটপ্রেমীদের মন জিতে এন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ম্যাচের দ্বিতীয় ওভারেই লাকমলের একটি বল পুল করতে গিয়ে কব্জিতে চোট পান তামিম। তখনকার মতো ক্রিজ ছাড়তে বাধ্য হন। পরীক্ষা করে দেখা যায় তাঁর কব্জির হাড় ভেঙেই গিয়েছে। ফলে টুর্নামেন্টেই তিনি আর খেলতে পারবেন না। বাংলাদেশের ইনিংসের ৪৬.৫ ওভারে তাদের ১০ নম্বর ব্যাট মুস্তাফিজুর রান আউট হন। তখন তাদের স্কোর ২২৯-৯। ভাঙা হাত নিয়ে তামিম ইকবালের মাঠে নামতে পারবেন না। তাই ওখানেই ইনিংসের সমাপ্তি ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু সবাইকে বিস্মিত করে ক্রিজে নামেন তামিম। একহাতেই স্টান্স নেন তিনি। এমনকী ক্রিজে থাকা ব্যাটসম্যান মুস্তাফিকুরও অবাক হয়ে গিয়েছিলেন। শেষ তিন ওভারে তিনি আরও ৩২ রান যোগ করেন। ২২৯ থেকে বাংলাদেশের রান পৌঁছায় ২৬১তে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *