সেলিম মালিক
ভাঙা হাত নিয়ে ব্যাট করার নজির গড়েছেন পাকিস্তান প্রাক্তন তারকা ব্যাটসম্যান সেলিম মালিকও। ১৯৮৬-৮৭ সালে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া টেস্ট ম্যাচে কর্টনি ওয়ালসের বলে হাত ভেঙে যায় মালিকের। তবে সেই ম্যাচে ক্যারিবিয়ান বোলিংয়ের সামনে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। সেই ম্যাচেই ৩৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তানের ব্যাটিং। সেই মুহুর্তে সবাইকে চমকে দিয়ে ভাঙা হাত নিয়ে ক্রিকেট মাঠে নেমে পড়েন মালিক। একবার বাঁ হাতে ব্যাট করার পাশাপাশি ডান হাতেও ব্যাট করতে দেখা যায় তাকে। সেই উইকেটে ৫৩ রানের জুটিও গড়েন তিনি। মালিককে সঙ্গে নিয়ে ওয়াসিম আক্রম ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন যা পাক ক্রিকেটে একটি লোক গাথায় পরিণত হয়েছে।
Saleem Malik injured his Left arm during Faisalabad Test 1986 & came to bat after fall of 9th Wicket. He batted with one hand. Face few balls as a left hander batsmen then batting right hander.#PAKvsEng #EngvsPak pic.twitter.com/l8S4tA7TQi
— Zohaib (Cricket King) 🏏 (@Zohaib1981) December 5, 2022