IPL থেকে ছিটকে গেল মুস্তাফিজুর রহমান, বদলি ঘোষণা করলো KKR !! 1

আপাতত মুস্তাফিজুর রহমান (Mistafizur Rahman) অধ্যায়ের অবসান হলেও কলকাতায় নাইট রাইডার্স (KKR) দলের সামনে এক নতুন চ্যালেঞ্জ উপস্থাপন হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ মেনে বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়ার সাথে কেকেআর ফিরে পেয়েছে পুরো ৯.২ কোটি টাকা। এই বিশাল বাজেটের নিরিখে নাইট শিবির আগামী আইপিএল মরশুমের (IPL 2026) জন্য নিজের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে ইতিমধ্যেই তীব্র পরিকল্পনা শুরু করেছে। মুস্তাফিজুর মূলত টি-টোয়েন্টির বেশ পরিপক্ক বোলার এবং তিনি ডেথ ওভারের জন্য খুবই পরিণত একজন বোলার ছিলেন। বিগত কয়েক বছর ধরে নাইট রাইডার্সের ডেথ বোলারদের নিয়ে বেশ প্রশ্নচিহ্ন থাকলেও মুস্তাফিজুরের অন্তর্ভুক্তির পর দলের শক্ত অনেকটাই বেড়ে গিয়েছিল।

IPL থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci
Mustafizur Rahman | Image: Twitter

যদিও আইপিএল খেলা সম্ভব হলো না মুস্তাফিজের জন্য। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে মুস্তাফিজকে দলে নেওয়া নিয়ে ক্ষোভ চরমে পৌঁছে ছিল। শাহরুখ খান ও ব্যক্তিগতভাবে সমালোচনার মুখে পড়েন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করে দিয়েছেন, এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে দল চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হবে। যে কারণে কেকেআর টিম ম্যানেজমেন্ট মোরিয়া হয়ে বিকল্প খুঁজে নিতে চাইবে। নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট আফগান খেলোয়াড় নবীন উল হকের উপর নজর রাখছে। চোটমুক্ত হয়ে ফেরায় তাঁর গতি ও আগ্রাসন আবার আগের মতোই। নতুন বল এবং ডেথ – দুই বিভাগেই কার্যকর হতে পারেন তিনি। আইপিএলেও সফলতা পেয়েছেন তারকা এই খেলোয়াড়।

Read More: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল, প্রকাশ্যে সম্পূর্ণ সূচি !!

বিকল্প খুঁজে নিতে চাইবে KKR

Kkr
KKR | Image: Getty Images

তবে এবারের আইপিএলে কোনো দল পাননি নবীন। কেকেআরের নজরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আলজারী জোসেফও। আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম বড় নাম হলো জোসেফ, তিনি অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়ে এসেছে। আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইডেনের উইকেটে গতি ও বাউন্স পাবেন যা ব্যাটসম্যানদের চাপে ফেলে দিতে পারে। টিম ম্যানেজমেন্ট অবশ্যই গত বার দলে থাকা অস্ট্রেলিয়ার স্পেনসার জনসনের দিকে নজর রাখতে পারে। আসলে, কেকেআর বামহাতি পেসারদের দিকে একটু বেশি আগ্রহী। যে মারণে জনসনকে ঘিরে দ্বিধা থাকলেও, পুরনো অভিজ্ঞতা তাঁকে আবার বিবেচনায় আনতে পারে। গত মরসুমে ব্যর্থ হলেও, দ্বিতীয়বার সুযোগ হিসেবে কেকেআর তাকে বিকল্প হিসেবে ভাবতে পারে।

Read Also: বাদ ঋতুরাজ-জুড়েল, শুভমানকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে কিউইদের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *