আইপিএল ২০২৬ মিনি নিলাম (IPL 2026 Auction) যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে ক্রিকেটমহলে। কোটি কোটি টাকার ব্যাবসা হতে চলেছে এবারের আইপিএলের নিলামে। নিলামের মঞ্চে রেকর্ড মূল্য নিয়ে বসতে চলেছে প্রতিটি ফ্রাঞ্চাইজি। তবে, এবারের নিলাম নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ঋষভ পন্থের (Rishabh Pant) ২৭ কোটি টাকার রেকর্ড। গতবারের মেগা নিলামে মোটা টাকা পেয়েছিলেন ভারতীয় দলের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান তবে মিনি নিলামে অন্য খেলোয়াড়দের জন্য টাকার অংকটা আরও বেড়ে যেতে পারে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এমন ৩ জন তারকা ক্রিকেটার আছেন, যাদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ২৭ কোটির গণ্ডি অনায়াসেই ছাপিয়ে যেতে পারেন।
ক্যামেরন গ্রীন

প্রথমেই আসা যাক ক্যামেরন গ্রীনের (Cameron Green) কথায়। অস্ট্রেলিয়ার এই দাপুটে অলরাউন্ডার আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ প্যাকেজ। তাকে নিয়ে সমাজ মাধ্যমে বিগত কয়েক দিন ধরে বেশ চর্চা চলছে। কেকেআর কিংবা সিএসকে দল গ্রীনকে দলে টানতে পারে। কারণ এই দুই দলের কাছে রয়েছে সবথেকে বেশি টাকা। অজি এই তারকা, টপ অর্ডারে বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি তিনি নিয়মিত চার ওভার বোলিং করতে পারেন। নিলামে ব্যাটসম্যান কোটায় নাম দিয়েছেন গ্রীন, তবে নিলামের কয়েকদিন আগেই তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি প্রয়োজনীয় চার ওভার বোলিং করতে প্রস্তুত। বিশেষ করে অন্দ্রে রাসেল (Andre Russell) এবং গ্লেন মাক্সওয়েলদের (Glenn Maxwell) মতন খেলোয়াড়রা এবারের নিলামে নাম নথিভুক্ত করেননি। তাই গ্রিনের পিছনে দৌড়াবে ফ্রাঞ্চাইজি গুলি। আইপিএলে (IPL) ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দেখিয়েছেন, গত মৌসুমে চোটের কারণে উপলব্ধ থাকতে পারেননি তিনি। ধারাবাহিক পারফরম্যান্স এবং ম্যাচ জেতানোর ক্ষমতা – সব মিলিয়ে গ্রীনের দাম ২৭ কোটি ছাড়িয়ে যাওয়াই স্বাভাবিক।
রাচিন রবীন্দ্র

দ্বিতীয় নামটি কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর (Rachin Ravindra)। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার গত কয়েক বছরে নিজেকে বিশ্ব ক্রিকেটে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন। টপ অর্ডারে একজন নির্ভরশীল ব্যাটসম্যানের পাশাপশি স্পিন বোলিংয়ে দলের জন্য কার্যকর অপশন। আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন ও ভালো ফলও দেখিয়েছিলেন। রাচিন এখন বেশ তরুণ, ভবিষ্যতের কথা মাথায় রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছে, যার ফলে নিলামে তাঁর জন্য বিশাল অঙ্কের লড়াই হতে পারে। এবারের নিলামে (IPL Auction 2026) অলরাউন্ডারদের বেশি করে টার্গেট করবে ফ্রাঞ্চাইজি গুলি। যেহেতু রাচিন বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন তাই তাকে কিনতে টাকার বৃষ্টি করতে পারে ফ্রাঞ্চাইজি গুলি।
Read More: TOP 3: IPL 2026 নিলামের মঞ্চে কিস্তিমাত করতে প্রস্তুত KKR, এই ৩ খেলোয়াড়কে কিনতে মোরিয়া ফ্রাঞ্চাইজি !!
লিয়াম লিভিংস্টোন

এই তালিকায় তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় নাম লিয়াম লিভিংস্টোন (Liam Livingston)। ইংল্যান্ডের এই দাপুটে পাওয়ার হিটার যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তিনি যেদিন ছন্দে থাকবেন সেদিন বোলারদের কোনো রক্ষা নেই বললেই চলে। মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপশি মাঝের ওভার গুলোতে প্রয়োজন মতন স্পিন আক্রমণে অবদান রাখতে পারেন তিনি। চলতি সময়ে, বিদেশি টি-টোয়েন্টি লিগে বেশ অনবদ্য ছন্দে রয়েছেন তিনি।আইপিএলে অভিজ্ঞতা ও বড় ম্যাচে পারফরম্যান্সের কারণে লিভিংস্টোনের চাহিদা সবসময়ই আকাশছোঁয়া। পাঞ্জাবের হয়ে বেশ কয়েকটি অসাধারণ ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল তাঁর ব্যাট থেকে। গত মৌসুমে আরসিবির হয়ে সেভাবে ছন্দ দেখাতে না পারলেও আসন্ন ২০২৬ নিলামে তাঁর দাম ঋষভ পন্থের ২৭ কোটির রেকর্ড ভেঙে দিতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।