ক্রিকেটে অন্যতম কঠিন কাজ হলো অধিনায়কত্ব করা, ক্রিকেট বিশ্বে এমন অনেক ভালো প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট হতে দেখা গিয়েছে এই অধিনায়কত্বের চাপের ফলে, আইপিএলেও দেখা গিয়েছে এমন প্লেয়ারদের যারা বাড়তি চাপ সহ্য করতে পারেননি ফলে তাদের পারফরমেন্সেও দেখা গিয়েছে ঘাটতি, এমন পরিস্থিতিতে তারা বাধ্য হয়েছেন অধীনয়ায়কত্ব ছেড়ে দিয়ে প্লেয়ার হিসাবে খেলতে, এই তালিকায় আছেন ৩ এমন অধিনায়ক যারা আইপিএলের মাঝেই অধিনায়কত্ব হারিয়েছেন, তালিকায় আছেন এক আইপিএল জয়ী অধিনায়কও !!
১. শিখর ধাওয়ান
ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এই তালিকায় প্রথম স্থানে আছেন, ভারতীয় দলের এই প্লেয়ার বর্তমানে রোহিত শর্মার অনুপস্থতিতে তাকে অধিনায়কত্ব করতে দেখা যাচ্ছে, ভারতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে ২০১৪ সালে প্রথম দেখা যায়, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১০ টি আইপিএল ম্যাচে, চারটি জিতেছেন এবং ছয়টি ম্যাচ হেরেছে এবং পয়েন্ট টেবিলের ষষ্ঠ র্যাঙ্কিং-এ দল হিসেবে শেষ করেছিল।ব্যাট হাতে দেখা গিয়েছিল রানের অভাব , ১০ ইনিংসে ২৪৫ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। অধিনায়ক হিসাবে ধাওয়ানকে মৌসুমের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন অধিনায়ক ড্যারেন স্যামির হাতে অধিনায়কত্ব তুলে দেন। আবার তাকে আগামী সিজিনে পাঞ্জাব কিংস দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে।