আশিষ নেহরা

তিন নম্বরে উঠে আসে আশিষ নেহরার (Ashish Nehra) নাম। ভারতীয় ক্রিকেটে তিনি শুধু একজন বোলার নন, বরং সেরা কোচদের একজন। তাঁর কোচিং দক্ষতা সবচেয়ে বেশি ফুটে উঠেছে আইপিএলের মঞ্চে গুজরাট টাইটান্সের (GT) সঙ্গে। প্রথম মৌসুমেই তাঁর কোচিংয়ে IPL চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। পরের বার আবার ফাইনালে পৌঁছেছিল দল। গত মৌসুমে প্লে-অফ পৌঁছেছিল দল। টি-টোয়েন্টি ফরম্যাটের তিনি তিনি একজন পরিপক্ক কোচ। কোচ হিসেবে খুব এনার্জেটিক নেহরা। ডাগআউটে চুপচাপ বসে খুবই কম থাকেন তিনি। তাঁর আগ্রাসী কোচিং দলকে সফল হওয়ার একটা পথ দেখায়। তিনি ভারতের কোচ হলে পেসারদের সঙ্গে কাজ করতে পারবেন এবং দেশে ও বিদেশের মাটিতে ভারত বেশ লাভবান হবে।