Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

Read More: কেএল রাহুলকে অধিনায়ক করে মূর্খতার পরিচয় দিল BCCI, দঃ আফ্রিকার বিপক্ষে ODI সিরিজ‌ও হারবে দল !!

ভিভিএস লক্ষণ

VVS Laxman, team india
VVS Laxman | Image: Getty Images

দ্বিতীয় নামটি হল ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman)। ভারতীয় ক্রিকেটে অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত ভিভিএস লক্ষণ।বর্তমানে তিনি NCA-এর প্রধান। দেশের প্রত্যেকটি তরুণ খেলোয়াড়ের উন্নতির প্রতিটি ধাপে তাঁর সরাসরি অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি, বিসিসিআইয়ের COE’তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তিনি। রাহুল দ্রাবিড় যখন ভারতের প্রধান কোচ ছিলেন তখন বেশ কয়েকটি সিরিজে ভারতের কোচিংয়ের ভূমিকা পালন করেছিলেন লক্ষণ। লক্ষণ টেস্ট ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র, ব্যাটিং টেকনিক, প্রয়োজনীয় জায়গায় সঠিক পরামর্শ দেওয়ার জন্য বিখ্যাত এই লক্ষণ। তাঁকে ভারতের নয়া হেড কোচ বানালে তা দলের পক্ষে লাভই হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *