ভুবনেশ্বর কুমার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুপস্থিতদের তালিকায় আরও একটি বড় নাম ভুবনেশ্বর কুমার। শুধু কিউয়িদের বিরুদ্ধেই নয়, বেশ কিছুদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। দুই দিকেই বল সুইং করাতে সক্ষম এই বোলারটির না থাকাটা দলের জন্য অবশ্যই বড় ক্ষতি। বিশেষ করে যেখানে জসপ্রিত বুমরাহ’র মতো অভিজ্ঞ বোলার চোটের জন্য বাইরে, সেখানে ভুবির উপস্থিতিটা অবশ্যই দরকার ছিল। শুরুর দিকে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ডেথ ওভারগুলিতে বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করার বিষয়ে বিশেষ পারদর্শী তিনি। তাই বলা যেতেই পারে যে এমন একজন বোলারকে দলে জায়গা না করে দিয়ে বড় ভুল করে ফেলল টিম ম্যানেজমেন্ট।