IND vs NZ: ভারতের মাটিতে নিউজিল্যান্ড বিরুদ্ধে ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই-এর নির্বাচক কমিটি। এটা উল্লেখ্য যে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং টি-২০ সিরিজ খেলতে হবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। চেতন শর্মার নেতৃত্বে বিসিসিআইয়ের নতুন নির্বাচক কমিটি ১৮ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে। চলতি বছরই দেশের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেটাকে মাথায় রেখেই এবার দল সাজিয়েছে বিসিসিআই। এই সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। কোন চমক ছাড়াই দলে সুযোগ পেয়েছে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব’রা। তবে এর মধ্যেই বলা যেতে পারে এমন তিনজন ক্রিকেটারের নাম যাদের না নিয়ে বড় ভুল করে ফেলে টিম ইন্ডিয়া।
আরশদীপ সিং
এই তালিকায় সব থেকে ওপরে যে নামটা থাকবে তা হল আরশদীপ সিং। দেশের এই উঠতি তারকা পেস বোলারকে এই ওয়ানডে সিরিজের জন্য দলে জায়গা করে দেওয়া হয়নি। কেন হয়নি সেটা হয়তো একমাত্র নির্বাচকরাই জানেন। চলতি বছর দেশের মাটিতেই বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে দলের কম্বিনেশন পরীক্ষা করে নিতে চাইছেন নির্বাচকরা। তাই আরশদীপের এই সিরিজে না থাকাটা অনেক কিছুরই ইঙ্গিত বহন করে। তার মধ্যেই একটা বড় প্রশ্ন হল, তাহলে কি বিশ্বকাপ খেলার দৌড়ে নেই তিনি? এই উত্তরটা একমাত্র সময় দিতে পারলেও, আরশদীপকে না নিয়ে পরিস্থিতিটা বেশ জটিল করে তুললেন নির্বাচকরা।