২. যুবরাজ সিং ( ২টি )
ভারতীয় দলের উলেখযোগ্য ও জনপ্রিয় অলরাউন্ডার হলেন যুবরাজ সিং (Yuvraj Singh), ভারতীয় দলের এই অলরাউন্ডার একই সিজিনে দুটি হ্যাটট্রিক নিয়ে সবাইকে চমকে দিন, ভারতীয় দলের এই অলরাউন্ডার ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে রবিন উত্থাপা, জ্যাক ক্যালিস ও মার্ক বাউচারকে আউট করে প্রথম হ্যাটট্রিক টি নেন, মাত্র ১৬ দিনের মাথায় ডেকেন চারজার্স দলের বিরুদ্ধে হার্সাল গিবস, আন্দ্রে সাইমন্ড ও ভেনুগোপাল রাওকে আউট করে দ্বিতীয় হাটট্রিকটি নিয়ে ফেলেন, এই বর্ষীয়ান প্লেয়ার আইপিএলে ১৩২ ম্যাচে করেছেন ২৭৫০ রান এবং নিয়েছেন ৩৬ টি উইকেট।