three players of Team India fail to tour the West Indies, they are out of the team

শ্রেয়াস আইয়ার

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ সফরে এই তিন খেলোয়াড়ের হবে অগ্নিপরীক্ষা, ব্যর্থ হলে সোজা দলের বাইরে !! 1

শিখর ধাওয়ানের নেতৃত্বে টিম ইন্ডিয়ার চোখ থাকবে সিরিজ জেতার দিকে। দলে অনেক তারকা খেলোয়াড় আছে, যারা মাত্র কয়েক বলে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এখনও পর্যন্ত ১৩৬ টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ৬৭ টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এ কারণেই ভারতের আধিপত্য রয়েছে। ভারতীয় বোলিং বেশ শক্তিশালী হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। একইসঙ্গে ব্যাট হাতে শক্তি দেখাতে হবে শ্রেয়াস আইয়ারকে। তা না হলে তার জায়গায় চার নম্বরে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়াতে স্থায়ী জায়গা করে নিতে পারেননি শ্রেয়াস আইয়ার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *