দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিলো ভারতীয় দল। প্রথম ম্যাচে ১৭ রানে জয় পেয়েছে ভারত। ভারতের এই জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন কিংবদন্তি তারকা বিরাট কোহলি, রাঁচিতে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে ১২০ বলে ১১ টি চার ও ৭ টি ছক্কায় ১৩৫ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন। অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে খাতা খুলতে না পারা কোহলি অজিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৭৬ রান বানান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর অসাধারণ ব্যাটিংয়ে ভারতের জয় আসলেও ৩ জনের ক্রিকেট ক্যারিয়ার একেবারে তলানিতে ঠেকেছে, জাতীয় দলে তাদের ফেরার পথ হয়েছে বন্ধ।
ঋষভ পন্থ

তালিকায় প্রথমেই উঠে আসে তারকা খেলোয়াড় ঋষভ পন্থের নাম। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আপাতত ভারতীয় ওডিআই দলের নতুন অংশ হয়ে উঠেছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ভারত ও ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের অংশ হয়েছিলেন পন্থ তবে ইংল্যান্ড সিরিজ থেকে এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি পন্থ। তিনি নিয়মিত টেস্ট দলের সদস্য, এমনকি টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন তবুও তিনি ওডিআই দলে জায়গা বানাতে ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে থাকা ১৫ সদস্যের মধ্যে ১৪ জন সদস্য খেলার সুযোগ পেলেও জায়গা হয়নি পন্থের।
Read More: TOP 3: ৩টি গুরুত্বপূর্ণ কারণ কেন এখুনি গৌতম গম্ভীরকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত !!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও দলে জায়গা পাননি ঋষভ। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়ের কাছে আগামী দিনে সুযোগ পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বিরাট কোহলির সেঞ্চুরির পর পন্থের দলে টিকে থাকার বিষয়ে বেশ প্রশ্ন উঠছে। পন্থ ওডিআই ফরম্যাটে সেভাবে সফলতা পাননি। ৩১ টি ওডিআই ম্যাচে ঋষভ ৩৩.৫ গড়ে বানিয়েছেন মাত্র ৮৭১ রান। প্রথমত তিনি দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি,দ্বিতীয়ত তাঁর ফর্ম এবং তৃতীয়ত বিরাটের দুরন্ত ব্যাটিং প্রদর্শনের ফলে আর দলে জায়গা হবে না তাঁর।
শ্রেয়াস আইয়ার

ওডিআই ফরম্যাটের অন্যতম বিশেষজ্ঞ ব্যাটসম্যান হলেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), তবে চোটের কারণে বেশিরভাগ সময়েই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। গতমাসে অস্ট্রেলিয়াতে ওডিআই সিরিজ চলাকালীন তৃতীয় টেস্টে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর দলে জায়গা হয়নি তাঁর। শ্রেয়াস ভারতীয় মিডল অর্ডারের একজন পোক্ত ব্যাটসম্যান তবুও তাঁর দলে নির্বাচন নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। সূত্রের দাবি, একাধিকবার চোটে আক্রান্ত হওয়ার কারণে ওডিআই ফরম্যাটের ভাইস ক্যাপ্টেনের পদ হারাচ্ছেন তিনি।
শ্রেয়স ভারতীয় দলের হয়ে বিগত কয়েক বছরে মিডল অর্ডারে বেশ ছন্দ দেখিয়েছেন তবে বিরাট কোহলির কারণে তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরী হয়েছে। শ্রেয়াস এখনও চোট থেকে সেরে ওঠার চেষ্টায় রয়েছেন তো অন্যদিকে কোহলি যেভাবে ছন্দ দেখাচ্ছেন তাতে তাঁর দলে জায়গা পাওয়াটা বেশ মুশকিল হয়ে উঠেছে। শ্রেয়াস ভারতের জার্সিতে ৭৩ টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ৪৭.৮ গড়ে ২৯১৭ রান বানাতে সক্ষম হয়েছেন।
ঋতুরাজ গায়কোয়ার্ড

তালিকায় তৃতীয় স্থানে রাখা হয়েছে মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়ার্ডকে। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় দীর্ঘ সময়ের পর ভারতীয় দলে কামব্যাক করেছেন,তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। এদিন ঋতুরাজ কেবলমাত্র ৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন। দলে শুভমান গিল, শ্রেয়াস আইয়ারদের মতন তারকারা অনুপস্থিত থাকার কারণে দলে জায়গা হয়েছিল তাঁর। এমনকি বিরাট কোহলির ব্যাকআপ হিসাবে তাঁকে ধরা হলেও তিনি সম্পূর্ণ রূপে ব্যার্থ হয়েছেন। যেহেতু বিরাট প্রথম ম্যাচেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করে দিয়েছেন তাই ঋতুরাজের পক্ষে আর দলে সুযোগ পাওয়াটা সম্ভব হবে না।