মীর হামজা
এই তালিকায় সর্বশেষ নামটি হলো মীর হামজা। একটি খবর সূত্রে জানা যাচ্ছে আসন্ন এশিয়া কাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড মীর হামজার নাম প্রভাবিত করতে পারেন। বাঁহাতি এই ফাস্ট বোলার এখনো অব্ধি সেই ভাবে পাকিস্তানের দলের হয়ে পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি এখনো অব্ধি মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন কিন্তু সম্প্রতি t20 ফরম্যাটে তিনি অসাধারণ কিছু পারফর্মেন্স করে দেখানোর সুবাদে পাকিস্তান দলে সুযোগ পেতে পারেন বলে মনে করা যাচ্ছে। অনামী এই ক্রিকেটারকে দলে রাখার আরো একটি সুবিধা হলো তার বোলিং পারফর্মেন্স এখনো অব্ধি অনেক ব্যাটসম্যানের কাছেই অজানা তাই তার সুবিধা পাকিস্তান দল যেকোনো ম্যাচে তুলতে পারে।