চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছিলো তারা। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma) ৮২, ম্যাথু ব্রিৎজকের ৮৩ ও হেনরিখ ক্লাসেনের ধুন্ধুমার ৮৭ রানের ইনিংসের সৌজন্যে স্কোরবোর্ডে ৩৫২ রান তুলতে সক্ষম হয়েছিলো তারা। বড় রান তাড়া করতে নেমে গুটিয়ে যায় নি পাকিস্তান। বরং পালটা আক্রমণের পথে হাঁটে তারা। অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ১২৮ বলে অপরাজিত ১২২ ও সলমন আলি আঘার ১০৩ বলে ১৩৪ রানের ইনিংসের সুবাদে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ছিনিয়ে নেয় দুর্দান্ত জয়। তবে পাকিস্তান জিতলেও আতসকাঁচের নীচে তাদের তিন ক্রিকেটার। মাঠে অখেলোয়াড়োচিত আচরণের অভিযোগ তাঁদের বিরুদ্ধে।
Read More: IPL 2025: ক্যাপ্টেন পাটিদারকে স্বাগত জানালো বেঙ্গালুরু, কোহলি থেকে দু প্লেসি, প্রশংসায় পঞ্চমুখ সকলেই !!
ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম বা ভদ্রলোকের খেলা। কিন্তু গতকাল শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), কামরান গুলাম (Kamran Ghulam) ও সাউদ শাকিলের (Saud Shakeel) আচরণকে ‘ভদ্র’ বলতে পারছে না ক্রিকেটজনতা। ঘটনার সূত্রপাত দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে। ম্যাথু ব্রিৎজকের সাথে কথা কাটাকাটিতে জড়ান শাহীন শাহ আফ্রিদি। এরপর হঠাৎ পাক ফাস্ট বোলার কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বসেন প্রোটয়া ব্যাটারকে। ম্যাচের উত্তাপ আরও অনেকখানি বাড়ায় পরের ওভারের ঘটনা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma) রান-আউট হওয়ার পর ঠিক তাঁর মুখের সামনে গিয়ে আগ্রাসী উদ্যাপনে মাতেন কামরান গুলাম ও সাউদ শাকিল। বাভুমাকে উদ্দেশ্য করে কিছু বলেনও তাঁরা। প্ররোচনায় যদিও পা দেন নি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। চুপচাপ সাজঘরের দিকে পা বাড়ান তিনি।
দেখুন ঘটনার ভিডিও-
It’s getting all heated out there! 🥵
Shaheen Afridi did not take kindly to Matthew Breetzke’s reaction, leading to an altercation in the middle! 🔥#TriNationSeriesOnFanCode pic.twitter.com/J2SutoEZQs
— FanCode (@FanCode) February 12, 2025
ঘটনার ফুটেজ ও আম্পায়ারের রিপোর্ট খতিয়ে দেখে শাহীন (Shaheen Shah Afridi), কামরান (Kamran Ghulam) ও সাউদ-তিনজনকেই শাস্তি দিয়েছে আইসিসি। কোড অফ কন্ডাক্টের ২.১২ ধারা অনুযায়ী প্রতিপক্ষের শরীরে অযথা হাত দেওয়ার অপরাধে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে শাহীনকে। বাকি দু’জনের শাস্তির পরিমাণ অবশ্য কিছুটা কম। আচরণবিধি’র ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগে দুজনেরই ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া তিন জনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। তিন ক্রিকেটারই শাস্তি মেনে নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি। নিয়ম অনুযায়ী চার বা তার বেশী ডিমেরিট পয়েন্ট পেলে মাঠে নামা থেকে নির্বাসিত হতে পারেন ক্রিকেটাররা। ফলে এই শাস্তির ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচ খেলায় কোনো রকম সমস্যায় অবশ্য পড়ছেন না শাহীন, কামরান বা সাউদ শাকিল।