ডেভিড ওয়ার্নার
এই তালিকায় দ্বিতীয় নামটি হলো অস্ট্রেলীয় বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এর যিনি বিশ্বের জন বোলিং বিভাগকে নিমেষে তছনছ করে দেবার ক্ষমতা রাখেন। ৩৬বছর বয়িষি বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার সমগ্র বিশ্বজুড়ে প্রায় প্রতিটা ক্রিকেট লীগ এ অংশগ্রহন করে থাকেন এবং তিনি বরাবর তার বিধংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন। ওয়ার্নার এতটাই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন যার ফলে বর্তমান ক্রিকেট বিশ্বের যেকোনো বোলারের রীতিমতো হাঁটু কেঁপে ওঠে বলেই মনে করা যায়।