Read More: “বুমরাহ’র ঘর ভাঙছে…” পেস তারকার সাথে রহস্যময়ী তরুণীর ছবি ভাইরাল, হইচই নেটদুনিয়ায় !!
পাকিস্তানি খেলোয়াড়কে ধমক

বেশিরভাগ অধিনায়কের মতো, সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly) স্লো ওভার-রেটের সাথে পরিচিত ছিল। ম্যাচ সময় মতন শেষ করাতে না পারলে বোলিং দলের অধিনায়কের ম্যাচ ফাইন কাটা হতো। এমনকি ম্যাচ ফি কেটে নেওয়া থেকে শুরু করে পরবর্তী ম্যাচ থেকে নিষেধাজ্ঞার মতো গুরুতর পরিণতি পর্যন্ত দোদুল্যমান ছিল। ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের খেলার ধরণ দেখেই সৌরভ বুঝে গিয়েছিলেন তারা ইচ্ছা করেই সময় নষ্ট করছে। পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে (তৎকালীন ইউসুফ ইউহানা) একহাত নেন সৌরভ। ইউসুফ তখন মাটিতে বসে হ্যামস্ট্রিংয়ের ব্যথার অভিযোগ করছিলেন। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে সৌরভের বকুনি, তিনি পাকিস্তানি ব্যাটসম্যানকে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে “সময়টা খেয়াল রাখুন।” সৌরভ বলেন, “আমি বলছিনা যে তুমি ইচ্ছা করে করছো, সময়ের দিকে খেয়াল রাখো। নাহলে আম্পায়ার তো আমাকেই ফাইন করবে।” সৌরভের বকুনি শুনে আবার খেলতে নামেন ইউসুফ।