TOP3: ৩ টি স্মরণীয় মুহূর্ত যখন বিরাট কোহলিকে কোলে তুলে নিয়েছিল তার সতীর্থ ক্রিকেটাররা !! 1

২০২২ সাল রোহিত শর্মা:

TOP3: ৩ টি স্মরণীয় মুহূর্ত যখন বিরাট কোহলিকে কোলে তুলে নিয়েছিল তার সতীর্থ ক্রিকেটাররা !! 2
India’s Captain Rohit Sharma (C) lifts Virat Kohli as they celebrate after a win during the ICC men’s Twenty20 World Cup 2022 cricket match between India and Pakistan at Melbourne Cricket Ground (MCG) in Melbourne on October 23, 2022. – — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo by WILLIAM WEST / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)

এই বছর t20 বিশ্বকাপের ভারতীয় দলের প্রথম ম্যাচ এবং প্রতিপক্ষও চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। অধিনায়ক রোহিত শর্মা টস জিতে পাকিস্তানে ব্যাট করতে পাঠায় এবং পাকিস্তান দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তোলে। জবাবে ভারতীয় দলে মেলবোর্ন ক্রিকেট মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার এবং খুব তাড়াতাড়ি আরো দুই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে চলে যায়। সেখান থেকে ফর্মে না থাকা বিরাট কোহলি এবং নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনে। হার্দিক আউট হবে যাবার পর বিরাট কোহলি ৫৩বলে ৮২রানের অনবদ্য নট আউট ইনিংস খেলে ভারতীয় দলের জয় সুনিশ্চিত করে। ম্যাচ সাহসের পর তার চোখে জল দেখার পরেও অধিনায়ক রোহিত শর্মাও নিজের আবেগ ধরে রাখতে না পেরে বিরাট কোহলিকে কোলে তুলে নেয়।

Read More: IND VS PAK: হায়দার আলীর সঙ্গে ‘তু তু ম্যায় ম্যায়’ হার্দিকের, হেরে মেজাজ হারাচ্ছে পাক শিবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *