আর মাত্র কয়েক মাসের প্রতীক্ষা তারপরেই শুরু হতে হতে চলেছে এই বছরের ক্রিকেটের মহাযুদ্ধ একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে ক্রিকেট বিশারদদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে কোন দল এই বারের বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার সেই বিষয় নিয়ে। এছাড়াও ক্রিকেট বিশারদদের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের মনেও যে উন্মাদনার সৃষ্টি হয়েছে সে কথা বলার অবকাশ রাখে না। বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ক্রিকেট খেলিও দেশগুলি নিজেদের দল সংগঠনের কাজে লেগে পড়েছে বলাই জানা যাচ্ছে এবং এই বছরের বিশ্বকাপে যে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন সে কথাও নিঃসন্দেহে বলা যেতেই পারে।
এই বছরের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে ভারতের মাটিতে যা নিয়ে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে পুনরায় ২০১১ সালের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্মৃতি জেগে উঠেছে বলেই মনে করা যাচ্ছে। ক্রিকেট প্রেমীরা ছাড়াও অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ ভারতীয় দলকেই হট ফেভারিট দল হিসাবে মনে করছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং দল পরিচালন কমিটি আসন্ন্য বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই প্রতিটা ক্রিকেটারের ফিটনেসের ওপর বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে চলেছেন যাতে করে তারা বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে পুনরায় তৃতীয়বারের জন্য দেশকে বিশ্বকাপ ট্রফি এনে দিতে সক্ষম হতে পারেন।
Read More: এশিয়া কাপের আগে পাক বোলারদের নিয়ে বড় খোলসা রোহিত শর্মার, দিলেন এই তকমা !!
তিলক ভার্মা (Tilak Varma) এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আলোচিত একটি গুরুত্বপূর্ণ নাম। বাঁহাতি এই ব্যাটসম্যানের উত্থান আইপিএল এর মঞ্চ থেকে যিনি একের পর এক ম্যাচ এক হাথে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন। ২০ বছর বয়সী এই তারকা ক্রিকেটার চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে t20 সিরিজে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছেন এবং এমন পিচে তিনি অসাধারণ রান বানিয়েছেন যেখানে বাকি ব্যাটসম্যানরা প্রায় হিমশিম খেয়েছে এমনটাই বলা যেতে পারে।
তার এই ব্যাটিং দেখে ক্রিকেট প্রেমীদের পাশাপাশি ক্রিকেট বিশারদরা জোরালো দাবি তুলেছে তাকে একদিবসীয় ফরম্যাটে সুযোগ দেবার জন্য এবং সেই মঞ্চে তাকে তৈরি করার জন্য যাতে করে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে একজন নির্ভরযোগ্য মিডলে অর্ডার ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারে। আমরা এই প্রতিবেদনে এমন ৩টি কারণ নিয়ে আলোচনা করবো যার জন্য তিলক ভার্মা একদিবিষ্য বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দোলে সুযোগ পেতে পারেন।
অসীম ধৈর্য্য এবং সুযোগের প্রতীক্ষা:
তিলক ভার্মা ২০২২ এর আইপিএল এর মঞ্চে মুম্বাই দলের হয়ে অভিষেক করেছিলেন এবং তিনি সেই বছর যথাযত সুযোগ না পেলেও ভালো পারফর্মেন্স দেখিয়েছিলেন কিন্তু এই বছর তিনি ব্যাট হাথে আইপিএল এর মঞ্চে ১৬৪ স্ট্রাইক রেট এর সহিত মোট ৩৪৩ রান করে দলকে একাধিকবার ম্যাচ জেতাতে সাহায্য করেছিলেন। এছাড়াও তিনি ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়ে খারাপ পিচে অসদাহারন ব্যাটিং পারফর্মেন্স করে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি পালিশ করা হীরের সমান এবং তার ধৈর্য্য এবং সময় নিয়ে পরিস্থিতি বুঝে ব্যাটিং করার ক্ষমতা দেখে ইটা মনে করা যাচ্ছে তিনি বিশ্বকাপের মতো বড়ো মঞ্চে খেলার প্রবল দাবিদার হতে চলেছেন।
অসাধারণ টেকনিক এবং পেস বোলারদের খেলার ক্ষমতা:
২০২২ সালে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিলক ভার্মার টেকনিক এবং টেম্পারমেন্ট দেখে বলেছিলেন তিনি খুব শীঘ্রই ভারতীয় দলের হয়ে সমস্ত ফরম্যাটে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠতে চলেছেন। এই বছর আইপিএল এর মঞ্চে তার স্পিন বোলারদের বিরুদ্ধে এভারেজ ছিল ৩৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৩৬ কিন্তু অপরদিকে পেস বোলারদের বিরুদ্ধে তার এভারেজ ছিল ৫০ এবং স্ট্রাইক রেট ছিল ১৯২। ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে স্পিন খেলতে পটু সেই মঞ্চে তিলক ভার্মা হলেন এমন একজন ব্যাটসম্যান যিনি বর্তমান বিশ্বের তাবড় তাবড় পেস বোলারদের অনায়াসে ঘায়েল করতে পারেন।
মিডলে অর্ডার বাঁহাতি ব্যাটসম্যান:
বর্তমান ভারতীয় দলে ঋষভ পান্থের পরে মিডলে অর্ডার ব্যাটসম্যান হিসাবে কোনো ক্রিকেটার নেয় যিনি দলকে যোগ্য সঙ্গে দিতে পারেন। পরস্পর ডানহাতি ব্যাটসম্যান থাকার কারণে ভারতীয় দলকে বহুবার হারের স্মুখীন হতে হয়েছে এমনকি একাধিক সিরিজে সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন এর তারকা ব্যাটসম্যানরাও ব্যর্থ হয়েছে। তাই জোরালো দাবি উঠেছে বিশ্বকাপের আগে বেশ কিছু একদিবসীয় সিরিজে তিলক ভার্মাকে একজন মিডলে অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলানো হোক যিনি পেস বোলারদের পাশাপাশি বাঁহাতি স্পিন বোলারকেও অনায়াসে খেলার ক্ষমতা রাখেন।
Also Read: World Cup 2023: বিশ্বকাপের চার সেমিফাইনলিস্টের নাম হয়ে গেল ফাঁস, জায়গা হয়নি এই ‘হট ফেভারিট’ দলের!!