নিজের পছন্দের খেলোয়াড় দিয়ে দল ভরছেন গৌতম গম্ভীর, এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেলেন এই ৩ তারকা !! 1

২০২৫’এর এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে শুরু হয়েছে চর্চা। ভারতীয় দলের এবারের এশিয়া কাপে অংশ গ্রহন করা নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল। তবে, সব জল্পনা কল্পনার মাঝে ভারতীয় দল এশিয়া কাপ খেলার জন্য রাজি হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। আর এই এশিয়া কাপকে পাখির চোখ করতে মরিয়া ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক অজিত আগারকার ইতিমধ্যেই আসন্ন এশিয়া কাপের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন। আসন্ন এশিয়া কাপ আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে এবং টি-টোয়েন্টি ফরম্যাটেই এই ট্রফিটি অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে, যে কারণে এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটেই অনুষ্ঠিত হবে। পাহেলগাঁও জঙ্গি হামলার জেরেই এবার ভারত এশিয়া কাপ আয়োজনে অস্বীকার জানিয়ে দিয়েছে।

পছন্দের প্লেয়ারদের দলে শামিল করবেন গম্ভীর

gillespie-steps-down-as-pak-test-coach, gautam gambhir, team india
Gautam Gambhir | Image: Getty Images

এমনকি এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়েও বেশ জল ঘোলা হয়েছিল। তবে, সূত্রের দাবি এবার এশিয়া কাপে ভারতীয় দল যেমন অংশ নেবে তেমনই এশিয়া কাপে পাকিস্তানেরও মুখোমুখি হবে ভারত। ১৪ই সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এশিয়া কাপের জন্য নির্বাচিত হওয়া স্কোয়াডে গৌতম গম্ভীর তাঁর পছন্দের কিছু ক্রিকেটারদের দলে রাখতে চাইছে। সূত্রের দাবি, কলকাতা নাইট রাইডার্স দলের তিন সদস্যকে স্কোয়াডে চাইছেন গৌতম। বিগত কয়েক মাসের মধ্যে তিন ফরম্যাটেই অভিষেক করে ফেলেছেন হার্ষিত রানা (Harshit Rana)। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়েছিল তাঁর, এবার এশিয়া কাপেও জায়গা করে নেবেন হার্ষিত।

Read More: ভাগ্য খুললো শ্রেয়াস আইয়ারের, এশিয়া কাপ দলে নিচ্ছেন সরাসরি এন্ট্রি !!

KKR’ এর খেলোয়াড়রা পেলেন সুযোগ

এশিয়া কাপ
Harshit Rana and Varun Chakravarthy | Image: Getty Images

হার্ষিত রানার পাশাপাশি ভারতীয় দলের হয়ে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন কেকেআরের এক এক সদস্য বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তিনিও, ভারতীয় দলে প্রায় ৪ বছর পর কামব্যাক করে অসাধারণ প্রদর্শন দেখিয়েছেন। বরুণকে এশিয়া কাপে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাইবে টিম ইন্ডিয়া। বিগত কয়েক মাসে সাদা বলের ক্রিকেটে সবথেকে বেশি উইকেট বরুণই তুলে নিয়েছেন। এবার এশিয়া কাপে গম্ভীর বরুণকে অবশ্যই প্রতিটি ম্যাচেই একাদশে সুযোগ করে দেবেন। যেভাবে বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে UAE’তে ব্যাটসম্যানদের ভ্যাবাচ্যাকা দিয়েছেন। তাতে এশিয়া কাপের এক্স ফ্যাক্টর তিনিই হয়ে উঠতে পারেন। এমনকি, দলে জায়গা বানিয়ে নিতে পারেন রিংকু সিংহও (Rinku Singh)। তারকা খেলোয়াড় রিংকু ও গৌতম গম্ভীরের সম্পর্ক বেশ ভালো, যে কারণে ছন্দ হারানো রিংকুকে দলে দেখতে চাইছেন গৌতম। ২০২৪ সালে গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হয়েছিলেন তখন দলের এই ৩ খেলোয়াড় শিরোপা জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই গম্ভীর এই তিন খেলোয়াড়কেই এশিয়া কাপের জন্য দলে চাইছেন।

Read Also: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *