বয়সের কারচুপি করে আইপিএল খেলছেন এই ৩ তারকা, তালিকায় প্রাক্তন KKR ক্যাপ্টেনও !! 1

IPL 2025: এখন পুরো দেশ আইপিএল নিয়ে বেশ উত্তেজিত। একেরপর এক ম্যাচে দেখা যাচ্ছে রোমাঞ্চ। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বছর চোদ্দর বৈভব সূর্যবংশী (Vaivhab Suryabanshi) বিধ্বংসী একটি শতরান হাঁকিয়ে। আইপিএল ২০২৫’এর ৪৭তম ম্যাচে গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান হাঁকিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বৈভব। বৈভব তার ইনিংসে ৩৮ বলে ৭টি চার এবং ১১টি ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেছিলেন বৈভব। বৈভবের দুরন্ত এই ইনিংসের পর বেশ কিছু ভক্তের মনে প্রশ্ন জেগেছে বৈভবের আসল বয়স নিয়ে। অনেক ভক্তের মতে বৈভব সূর্যবংশীর বয়স আরও বেশি, বয়সের কারচুপি করেই তিনি খেলছেন। তবে, বৈভব নয় বরং আরও তিন খেলোয়াড় রয়েছেন যারা বয়সের কারচুপি করে আইপিএলে অংশ নিয়েছেন। তালিকায় রয়েছেন প্রাক্তন কেকেআর (KKR) ক্যাপ্টেনও।

নীতিশ রানা

Ipl 2025
Nitish Rana | Image: Getty Images

আইপিএল খেলা খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছেন নীতিশ রানা (Nitish Rana)। ২০১৫ ও ২০১৬ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মঞ্চ কাঁপানোর পর নীতিশ রানকে ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এবং ২০২৩ সালে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেনসিও করেছেন নীতিশ। আর নীতিশ রানার উপরেই বয়সের কারচুপির অভিযোগ উঠেছে।

Read More: IPL 2025: ইরফান পাঠানের পর বাদ নভজ্যোত সিং সিধু? ধারাভাষ্যকারের তালিকায় বদল আনছে বিসিসিআই !!

প্রসঙ্গত চলতি আইপিএলে নীতিশ রাজস্থান রয়্যালস দলের অংশ। ভারতীয় দলের হয়েও খেলেছেন তিনি, আর এই বাঁহাতি ব্যাটসম্যান নীতীশের জন্ম তারিখে ছিল ভুল। ২০১৫ সালে, বয়সের কারচুপির অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দিল্লির ২২ জন আইপিএল খেলোয়াড়কে নিষিদ্ধ করেছিল। আর সেই তালিকায় ছিল নীতীশ রানার নামও। সতৎকালীন সময়, নীতীশকে বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে নিষিদ্ধ করা হয়েছিল।

রাসিখ সালাম

Ipl 2025
Rasikh Salam | Image: Twitter

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু ও কাশ্মীরের খেলোয়াড় রাসিখ সালাম। তিনি একজন দুর্দান্ত অলরাউন্ডার। ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার আইপিএল যাত্রা শুরু হয়েছিল। কিন্তু পুরো মরশুমে তিনি মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন। যদিও দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়ে রাসিখ নজর কেড়ে নিয়েছিলেন। ২০১৯ সালে রাসিখকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। বয়সের কারচুপির জন্য তাকে নিষিদ্ধ করে বিসিসিআই। এর পর, ২০২২ সালে, তিনি আবার আইপিএলে ফিরে আসেন। এই বছর তিনি ২০২৫ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অংশ।

মনজোত কালরা

IpL 2025
Manjot Kalra | Image: Getty Images

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরি করে আলোচনায় উঠে এসেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান মনজোত কালরা। ২০১৮ সালের আইপিএলে, দিল্লি ক্যাপিটালস মনজোত কালরাকে দিল্লি শামিল করেছিল। যদিও, ২০১৯ সালেই কালরার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে খেলার জন্য তার বয়সের কারচুপির অভিযোগ ওঠে। প্রসঙ্গত, ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ছিলেন দলের বড় ভরসা আর তার তাকে নিষিদ্ধ করার পর সমাজ মাধ্যম জুড়ে বেশ হৈচৈ পরে গিয়েছিল।

Read Also: IPL 2025: চোট পেয়ে বাদ পড়লেন ‘রহস্য স্পিনার’, তড়িঘড়ি বদলি বেছে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *