3-indian-stars-among-top-ten-batters

১৯ সেপ্টেম্বর থেকে মাঠে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। টেস্ট ক্রিকেটের ময়দানে তাদের প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘতম ফর্ম্যাটে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। প্রথম টেস্টটি আয়োজিত হওয়ার কথা চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আর ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হতে চলেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজটি। আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ২০২৫-এ লর্ডসের মাঠে ফাইনালে জায়গা নিশ্চিত করতে টাইগার্সদের হারাতেই হবে ‘মেন ইন ব্লু’কে। পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাসী বাংলাদেশ। শাকিব, মুশফিকদের জয়রথ রোখাই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার (Team India)। মাঠে নামার আগে এক সুখবরে আপাতত চাঙ্গা গোটা শিবির।

Read More: AFG vs NZ: বিসিসিআই নয়, নিজেদের ভুলেই কপাল পুড়লো আফগানিস্তানের, ভেস্তে গেলো টেস্ট ম্যাচ !!

র‍্যাঙ্কিং-এর প্রথম দশে তিন ভারতীয় ক্রিকেটার-

Rohit Sharma and Yashasvi Jaiswal | Team India | Image: Getty Images
Rohit Sharma and Yashasvi Jaiswal | Team India | Image: Getty Images

আজ আইসিসি’র তরফে ব্যাটারদের যে টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম দশে জায়গা করে নিয়েছেন তিন ভারতীয় (Team India) ক্রিকেটার। ক্রমতালিকায় ৫ নম্বরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত সপ্তাহের র‍্যাঙ্কিং-এর চেয়ে একধাপ উপরের দিকে উঠেছেন ভারতীয় অধিনায়ক। আপাতত তাঁর রেটিং পয়েন্ট ৭৫১। এরপরে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ ওপেনার এই মুহূর্তে ক্রমতালিকায় ৬ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭৪০। একধাপ এগিয়েছেন তিনিও। প্রথম দশে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। চলতি বছরে এখনও অবধি ১টি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তা সত্ত্বেও রয়েছেন ক্রমতালিকায় ৭ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭৩৭। গত সপ্তাহে তিনি ছিলেন অষ্টম স্থানে। অর্থাৎ রোহিত ও যশস্বীর মতই একধাপ উপরের দিকে উঠেছেন তিনিও।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একবার ব্যাট হাতে অনবদ্য পারফর্ম্যান্স করে টেস্ট র‍্যাঙ্কিং-এর শীর্ষে রয়েছেন জো রুট (Joe Root)। ইংল্যান্ড তারকার রেটিং পয়েন্ট এই মুহূর্তে ৮৯৯। সম্প্রতি স্যর অ্যালিস্টার কুক’কে টপকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট শতকের রেকর্ড করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৯। তিন ও চারে যথাক্রমে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell) ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith)। দু’জনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৬৮ ও ৭৫৭। অষ্টম স্থানে অস্ট্রেলিয়ারই উসমান খোয়াজা। পাক বংশোদ্ভূত তারকার রেটিং পয়েন্ট ৭২৮। নবম স্থানে রয়েছেন দুই জন। বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলে এক ধাপ উঠেছেন মহম্মদ রিজওয়ান। জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দুজনেরই রেটিং পয়েন্ট ৭২০।

এক নজরে বর্তমান টেস্ট র‍্যাঙ্কিং-

ICC Test Batting Ranking | Image: Twitter
ICC Test Batting Ranking | Image: Twitter

ওডিআই র‍্যাঙ্কিং-এ দাপট ভারতীয়দের-

Shubman Gill and Virat Kohli | Image: Getty Images
Shubman Gill and Virat Kohli | Image: Getty Images

টেস্টের পাশাপাশি একদিনের ক্রিকেটেও ব্যাটারদের র‍্যাঙ্কিং তালিকায় দাপট দেখিয়েছেন ভারতীয় (Team India) তারকারা। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং স্পর্শ করেছেন টিম ইন্ডিয়া অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৫। কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮৮২ থেকে অবশ্য অনেকটাই দূরে রয়েছেন তিনি। তিন ও চারে রয়েছেন যথাক্রমে শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলি (Virat Kohli)। দুজনেই পূর্বে শীর্ষস্থান অধিনায়ক করেছেন। হৃত সিংহাসন পুনরুদ্ধারের লড়াই চালাচ্ছেন তাঁরা। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৬৩ ও ৭৪৬। সাম্প্রতিক ব্যর্থতার পরেও শীর্ষস্থান যদিও ধরে রাখতে সক্ষম হয়েছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট এখন ৮২৪। প্রথম দশের মধ্যে রয়েছেন হ্যারি টেকটর। ড্যারিল মিচেল, রাসি ফান দার ডুসেন’ও। অবসর নেওয়ার পরেও প্রথম দশে রয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নার (৭) ও ডেভিড মালান (৯)।

Also Read: “ওর জন্য খারাপ লাগছে, তবে…” সরফরাজ খান’কে নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *