৩. রিঙ্কু সিং

তালিকায় তৃতীয় স্থানে রাখা হয়েছে রিঙ্কু সিংকে (Rinku Singh)। তিনি ভারতীয় দলের ফিনিশার হিসেবে বেশ পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাট থেকে সেই বিস্ফোরণ দেখা যায়নি। ভারতের হয়ে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক করা রিঙ্কু তাঁর শেষ করেকটি ম্যাচে ছন্দ দেখাতে পারেনি। এমনকি আইপিএলেও সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ভারতের হয়ে শেষ পাঁচ ইনিংসে আজকে কেবলমাত্র ১৩.৪ গড়ে ৬৭ রান বানাতে সক্ষম হয়েছেন রিঙ্কু।
দলে একাধিক ফিনিশার রয়েছে, বিশেষ করে জিতেশ শর্মাকে (Jitesh Sharma) দলে সামিল করার পরে ফিনিশারদের পরিমাণ বেড়ে গিয়েছে। জিতেশকে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে দলে শামিল করা হয়েছে। তাই স্কোয়াডে তাকে সুযোগ দেওয়াটা আবশ্যক ছিল। নির্বাচকরা তাঁকে ‘অতিরিক্ত ফিনিশার’ হিসেবে দলে রেখেছেন ঠিকই, কিন্তু অনেকে মনে করছেন – এই জায়গায় একজন বোলার বা অলরাউন্ডার থাকলে দলের ভারসাম্য আরও ভালো হতো।